CFL: আইএফএ’কে চরম হুশিয়ারি দিল মোহনবাগান

ATK Mohun Bagan

কলকাতা লিগে (CFL) না খেলার জন্য চুড়ান্ত হুশিয়ারি দিল মোহনবাগান দল। ক্লাব সচিব দেবাশীষ দত্ত জানিয়েছেন আগামী ৩১ শে আগষ্টের মধ্যে আইএফএ’র কাছে তাদের যতোটা বকেয়া অর্থ প্রাপ‍্য তা পুরোপুরি না মেটালে মোহনবাগান কলকাতা লিগে খেলবে না।টাকা না মেটালে দেবাশীষ কোচ জুয়ান ফেরান্দো’কে কলকাতা লিগ নিয়ে কোনও প‍রিকল্পনা করতে মানা করে দেবেন বলে জানিয়েছেন।

Advertisements

এর আগে সমস্যা মেটাতে আইএফএ’র দুই সচিব এসেছিলেন মোহনবাগানে।এবিষয়ে দেবাশীষ দত্ত জানিয়েছেন তখন এব‍্যাপারে কোনও স্পষ্ট ধারনায় আসা যায়নি।এদিন সাংবাদিকদের দেবাশীষ জানিয়েছেন কলকাতা লিগে খেলার ব‍্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা বেশি সময় নষ্ট করতে চাইছেন না, কারণ কোচ জুয়ান ফেরান্দো চাইছেন এবিষয় আগাম জেনে নিতে কারণ সামনে এএফসি কাপ,আইএসএলের খেলা আছে।

Advertisements

আর সেই ভাবে তাহলে দলগঠনে জোর দিতে চাইছেন তিনি।তাই আগামী ৩০ তারিখের মধ্যে যদি এবিষয়ে কোনও সিদ্ধান্তে না আসে আইএফএ, তাহলে দেবাশীষ দত্ত কোচ’কে সাফ জানিয়ে দেবেন, ডুরান্ড, এএফসি এবং আইএসএল ছাড়া আর কোনও টুর্নামেন্টে ক্লাব অংশগ্রহণ করবেনা।