মহিলা ফুটবলপ্রেমীদের জন্য ডার্বি টিকিটে বিশেষ ছাড়

সূচি অনুযায়ী গত ১৯ জুলাই কলকাতা লিগের (CFL 2025) হাইভোল্টেজ ডার্বি ম্যাচ থাকলেও সেটা আয়োজিত হয়নি। নানা বিধ সমস্যার দরুন পিছিয়ে দেওয়া হয়েছিল সেটি। শেষ…

CFL 2025 Kolkata Derby: Special Ticket Discount for Women Fans at Kalyani Stadium

সূচি অনুযায়ী গত ১৯ জুলাই কলকাতা লিগের (CFL 2025) হাইভোল্টেজ ডার্বি ম্যাচ থাকলেও সেটা আয়োজিত হয়নি। নানা বিধ সমস্যার দরুন পিছিয়ে দেওয়া হয়েছিল সেটি। শেষ পর্যন্ত বদল করে আগামী ২৬শে জুলাই আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রধান। তবে গত কয়েক দিন ধরেই এই ম্যাচের টিকিট সংগ্রহ করা নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয় টিকিটের সম্পূর্ণ বিষয় বিবরণী।

এক্ষেত্রে অনলাইন ওয়েব সাইট ডিস্ট্রিক্ট ডট ইনে মিলছে উভয় দলের টিকিট। এক্ষেত্রে ধার্য করা হয়েছিল নুন্যতম ১৫০ টাকা। তবে বিশেষ করে মহিলা সমর্থকদের মাঠে আনার বিষয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তরফে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশনকে। মূলত মাঠের অবাঞ্চিত হিংসাত্মক ঘটনাগুলি কমানোর ক্ষেত্রে এমন পরামর্শ দেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছিল। সে কথা মাথায় রেখেই এবার আসন্ন এই ডার্বি ম্যাচের টিকিট বিক্রি নিয়ে জারি হল নয়া সিদ্ধান্ত। যারফলে নির্ধারিত মূল্যের অপেক্ষাকৃত কম দামে টিকিট কেটে মাঠে আসতে পারবেন দুই দলের মহিলা সমর্থকরা।

   

১৫০ টাকা করে টিকিটের দাম থাকলেও মহিলাদের কথা মাথায় রেখে সেটি ১০০ টাকায় বিক্রি করার কথা জানা গিয়েছে। এই বিশেষ উদ্যোগের ফলে বাংলার মহিলা ক্রীড়াপ্রেমীরা আরও বেশি মাঠমুখী হবেন ঠিক এমনটাই মনে করছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। বুধবার থেকে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু হলেও আসন্ন কলকাতা লিগের এই ম্যাচের দিকে নজর থাকবে সকলের। তবে এক্ষেত্রে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ থাকবে মোহনবাগান সুপার জায়ান্টের। বিশেষ করে গত ম্যাচে জয় আশায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে ডেগি কার্ডোজোর ছেলেরা।‌

Advertisements

অন্যদিকে, গত ম্যাচে মামনী পাঠচক্রের কাছে পরাজিত হওয়ার পর এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করা কিছুটা হলেও চ্যালেঞ্জিং বিনো জর্জের ছেলেদের। তবে পুরনো সমস্ত কিছু ভুলে পড়শী ক্লাব তথা মোহনবাগানকে পরাজিত করাই অন্যতম লক্ষ্য বিনোর ইস্টবেঙ্গলের।