ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে আগামী মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) জন্য। আইএসএল এর পরবর্তী সংস্করণ কবে শুরু হবে সে ব্যাপারে আভাস দিয়ে রাখলেন লিগের সিইও।
ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যত ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সিইও মার্টি ব্রেইন। তিনি জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে মরশুম। এবং মরশুম শেষ হতে পারে পরের বছর মার্চে। যদিও নিজের এই দাবির ওপর সিলমোহর দেননি মার্টি। বলা চলে আভাস দিয়ে রেখেছেন তিনি।
মরশুম শুরু এবং শেষের দিন ধার্য করার জন্য আয়োজকদের মাথায় রাখতে হচ্ছে এফসি টুর্নামেন্ট, অতিমারি পরিস্থিতির মতো বিষয়গুলো। মার্টি জানিয়েছেন, এশিয়ান ফুটবলের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য লিগের ফরম্যাট দীর্ঘ করতে হবে। একটা মরশুমে (লিগ+কাপ) ২৭ টা করে ম্যাচ খেলতে হবে প্রত্যেক টিমকে।
বর্তমান ফরম্যাটে সাতাশ ম্যাচের টার্গেট পূরণ হচ্ছে না। ফলে ম্যাচের সংখ্যা বাড়ানোর জন্য ভাবতে হচ্ছে আয়োজকদের। অস্ট্রেলিয়ার এ লিগের উদাহরণ দিয়েছেন সিইও। তবে সিদ্ধান্ত নেওয়া ওতো সহজ নয়। কারণ চূড়ান্ত ঘোষণার আগে প্রয়োজন সর্বসম্মত মত।