সমাজের বাধা টপকে আন্তর্জাতিক মঞ্চে নারীশক্তির বিজয়গাথা ইতিহাস

Celebrating a landmark year for Indian Womens Ice Hockey Team and their historic bronze at Asia Cup

লাদাখের হিমশীতল হ্রদ থেকে শুরু হওয়া স্বপ্ন আজ বাস্তব। ভারতীয় মহিলাদের আইস হকি দল (Indian Womens Ice Hockey Team) এশিয়া কাপে (Asia Cup) তাদের প্রথম ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছিল। পারিবারিক বাধা, সমাজের কটাক্ষ এবং প্রচণ্ড ঠান্ডাকে জয় করে এই দল আজ দেশের গর্ব। সেই সাহসিকতার অসাধারণ গল্পই এখন উঠে এসেছে পকেট এফএমের নতুন ক্যাম্পেইন ‘ইন্ডিয়া, কিছু ভালো শোনো’ এর অংশ ‘সাউন্ড অফ কারেজ’ নামক ব্র্যান্ড ফিল্মে। এই শর্ট ফিল্মটি শুধু একটি খেলাধুলার কাহিনি নয় , বরং অদম্য মনোবলের গল্প।

দলের অধিনায়ক ত্সেওয়াং চুসকিট বলেন, “আমাদের যাত্রা সহজ ছিল না। সমাজের সন্দেহ, পরিবারের অনাস্থা, সব কিছু সত্ত্বেও আমরা নিজেদের ওপর ভরসা রেখেছিলাম। কিন্তু নিজের মনের কথা শুনে চললে সব সম্ভব।”

   

এই ফিল্মটিতে যেসব খেলোয়াড়দের দেখা যাবে, তাঁদের মধ্যে রয়েছেন ত্সেওয়াং চুসকিট, সোনম আংমো, সোনম আংমো (কাঞ্জি), স্কার্মা রিনচেন, রিনচেন দোলমা, শেরাপ জাংমো, পদ্মা চোরোল, রিগজিন ইয়াংডোল, দেচেন দোলকর এবং ডিসকিট সি আংমো।

আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সচিব হরজিন্দর সিং বলেন, “আমরা শুধু পদক জিতিনি, একটি বার্তা দিয়েছি। আমরা দেখিয়ে দিয়েছি, ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই শেষ কথা নয়। আমাদের এই ব্রোঞ্জ কেবল খেলায় নয়, একটি আন্দোলনের জন্ম দিয়েছে।”

এই ফিল্মে কণ্ঠ দিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত মরুপ নামগিয়াল। নারীশক্তির এই উদাহরণ কেবল ক্রীড়াক্ষেত্রে নয়। ভারতের প্রতিটি নারী, মা, মেয়ে ও বোনের জন্য এক শক্তির উৎস।

Celebrating a landmark year for Indian Womens Ice Hockey Team and their historic bronze at Asia Cup

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleথানায় হেনস্থা! কুনালের আইনি নোটিস পেলেন অভয়ার পরিবার
Next articleআগামী বছরের শুরুতে এই ২৬টি দুর্দান্ত যুদ্ধবিমান পাবে বায়ুসেনা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।