‘ভাই ডরনা মাত’, কেভিন লোবোকে বলেছিলেন সুনীল ছেত্রী

৬ জুন আন্তর্জাতিক নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri Last Match)। টিম ইন্ডিয়ার জার্সিতে কিংবদন্তিকে দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন থাকবে দর্শক পূর্ণ।…

cavin lobo said before Sunil Chhetri Last Match

৬ জুন আন্তর্জাতিক নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri Last Match)। টিম ইন্ডিয়ার জার্সিতে কিংবদন্তিকে দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন থাকবে দর্শক পূর্ণ। কুয়েতের বিরুদ্ধে আসন্ন ম্যাচের আগে সুনীল ছেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করলেন কেভিন লোবো।

“ভারতের হয়ে কয়েকটা ম্যাচ খেলেছি মাত্র। সুনীল ছেত্রী লেজেন্ড। লেজেন্ডকে নিয়ে আমি আর কী বলবো”, ফোনের ওপার থেকে স্মিত হেসে বললেন কেভিন লোবো।

CFL: ফ্রি-কিক থেকে গোল করে উদ্ধার করেছিলেন দলকে, রেলের হয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন জ্যোতি

কেভিন এখন সস্ত্রীক লন্ডনে। পেশাদার ফুটবল থেকে দূরে, তবে ইউকে-তে শখের ফুটবল খেলছেন। ভারতীয় ফুটবল ফলো করেন নিয়মিত। স্মৃতি হাতড়ে কেভিন লোবো বললেন, “বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল। সম্ভবত ওমানের বিরুদ্ধে। ওমান শক্তিশালী দল। নার্ভাস ছিলাম। সুনীল তখন আমাকে কাছে ডেকে বলেছিলেন ‘ভাই ডরনা মাত’ (ভাই ভয় পেয়ো না)।”

“সুনীল ছেত্রী নিজে ওতো বড় মাপের একজন ফুটবলার, কিন্তু কখনও সেটা বুঝতে দিতেন না। জুনিয়র ফুটবলারদের সব সময় সাহায্য করতেন। শেষ বাঁশি না বাজে পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ায় বিশ্বাসী। নিজের ফিটনেস নিয়ে সব সময় সচেতন”, বলেছেন কেভিন লোবো।

Advertisements

CFL: সুরুচির হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চাইছেন কৃষ্ণা

“নিজের শরীরের খুব খেয়াল রাখেন সুনীল। ফিট না থাকলে টানা এতগুলো বছর খেলা সম্ভব হতো না। দলের বাকিদেরও স্বাস্থ্য সতেচন হওয়ার হওয়ার জন্য বারবার বলতেন।”

সুনীল ছেত্রীর পর কে হতে পারেন ভারতীয় দলের মধ্যমণি? জবাবে কেভিন লোবো বলেছেন, “সাহাল আব্দুল সামাদের খেলা আমার ভাল লাগে। স্কিল, টেম্পারমেন্ট দুটোই রয়েছে।”