পিছিয়ে গেল রায়দানের তারিখ, ভিনেশের পদক নিয়ে ধোঁয়াশা

Vinesh Phogat assured of medal 1st Indian woman into Olympic wrestling final, অলিম্পিক্স ফাইনালে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট

গত ৭ আগস্ট প্যারিস অলিম্পিকের ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। যারফলে চূড়ান্ত হয়ে গিয়েছিল পদক। কিন্তু ফাইনালের দিক মেডিকেল টেস্ট করতে গিয়েই যত বিপত্তি। নির্ধারিত ওজনের থেকে একশো গ্ৰাম বেশি থাকে এই ভারতীয় কুস্তিগীরের। যার পরিণতি হিসেবে ফাইনাল খেলতে পারেননি ফোগাট।

বাতিল করে দেওয়া হয় তাঁকে। পদক জয় নিয়ে ও দেখা দেয় অনিশ্চয়তা। কিন্তু তবুও হাল ছাড়েনি ভারত। পরবর্তীতে এই নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে দেশের ক্রীড়া মহলে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে ও ভিনেশের সমর্থন দেখা যায় ব্যাপকভাবে। শেষ পর্যন্ত গোটা বিষয়টি চলে যায় কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে। অর্থাৎ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। প্রথমদিকে এই ইস্যু নিয়ে ১০ই আগস্ট রায় দানের কথা থাকলেও সেটা সম্ভব হয়নি।

   

ভারতের কাছে বেশকিছু বিষয়ের সঠিক তথ্য চেয়ে পাঠানোর দরুন ১৩ই আগস্ট পিছিয়ে আনা হয়েছিল রায় দানের তারিখ। কিন্তু সেদিনকে ও রায় জানাতে ব্যর্থ থাকল ‘সিএএস’। ফের পিছিয়ে গেল দিনক্ষণ। যারফলে, আগামী ১৬ই আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা করতে হবে সকলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন