আই লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আগামী দিনে খেলবে ইন্ডিয়ান সুপার লিগ। আইএসএল-এর কথা মাথায় রেখেই দল গঠন করছেন সাদা কালো কর্তারা। দলে নেওয়া হতে পারে ব্রাজিলিয়ান ফুটবলারকে।
আই লিগ জয়ী স্কোয়াড থেকে একাধিক ফুটবলারকে ছাড়তে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি ব্রিগেডের মধ্যেও একাধিক বদল আশা করা হচ্ছে। বেশি বয়সী ফরেন ফুটবলারদের ক্লাব আর না-ও রাখতে পারে। বদলে নিয়ে আসা হতে পারে তুলনামূলক কম বয়সী ফুটবলার।
Mohammedan SC: আক্রমণভাগে নতুন ফুটবলার নিয়ে নিল মহামেডান !
আগামী মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নতুন বিদেশি ফুটবলার দেখার সম্ভাবনা প্রবল। দেখা যেতে পারে ব্রাজিলের নামকরা কোনও ফুটবলারকে। শোনা যাচ্ছে কার্লস হেনরিক ফ্রাঙ্কার ( Carlos França) নাম। কার্লস ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার। বয়স তিরিশের নিচে, ২৯ বছর। মূলত আক্রমণভাগের ফুটবলার। ফরোয়ার্ড পজিশনের পাশাপাশি উইঙ্গার হিসেবে খেলতে পারেন তিনি।
FC Lokomotiv 1929 Sofia ক্লাবে খেলেন কার্লস হেনরিক ফ্রাঙ্কা। এফসি লোকোমোটিভ বুলগেরিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব। এবারেও থেকেছে চ্যাম্পিয়নশিপ হওয়ার দৌড়ে। ক্লাবটি ৯৪ বছরের পুরোনো। কার্লস হেনরিকের সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের কথা চলছে বলে জানা যাচ্ছে। তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি।
Mohun Bagan: মোহনবাগানে পরপর দু’দিন এল পরাজয় সংবাদ
কার্লস ক্লাব কেরিয়ারে অভিজ্ঞ। একাধিক দলের হয়ে খেলেছেন ইতিমধ্যে। লোকোমোটিভ সোফিয়ার হয়ে খেলেছেন পঞ্চাশের বেশি ম্যাচ। বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে। ব্রাজিলেই খেলার অভিজ্ঞতা বেশি। নিজের দেশের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।