East Bengal: ডার্বির আগে চার তরুণের দিকে নজর কুয়াদ্রাতের, দেখা মিলবে একাদশে?

গত ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও বিনো জর্জের তত্ত্বাবধানে যথেষ্ট সক্রিয় থেকেছে ছোটরা।

east bengal

গত ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও বিনো জর্জের তত্ত্বাবধানে যথেষ্ট সক্রিয় থেকেছে ছোটরা। গত বেশ কয়েকমাস আগেই শেষ হওয়া রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের প্রথম ম্যাচ থেকেই যথেষ্ট লড়াকু মেজাজে ধরা দিয়েছিল গোটা দল।

যারফলে, পরবর্তীতে ইস্টজোন থেকে সেরা হয়ে জাতীয় স্তরে চলে যায় লাল-হলুদের জুনিয়র দল। সেখানেও লড়াকু মেজাজে দেখা দেয় খেলোয়াড়দের। তবে শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে রিলায়েন্স ইয়ং চ্যাম্পস দলের কাছে আঁটকে যাওয়ার দরুণ টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় কলকাতার এই প্রধান দলকে। তবে এবারের এই নতুন ফুটবল মরশুমে ডেভলপমেন্ট লিগ খেলা ফুটবলারদের পাশাপাশি ট্রায়ালর মাধ্যমে একাধিক খেলোয়াড় নিয়ে কলকাতা লিগে লড়াই চালাচ্ছে ইস্টবেঙ্গল।

শুরুতে রেনবো এফসির কাছে আটকে গেলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। পরবর্তীতে ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে খিদিরপুর কিংবা ওয়ারীর মতো ক্লাবকে ও হারাতে সক্ষম থাকে বিনো জর্জের এই জুনিয়র দল। পরবর্তীতে লাল-হলুদের সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত শহরে এসে চোখ রাখেন জুনিয়র দলের ম্যাচের দিকে।

তার কথা মতোই সেই দলের একাধিক ফুটবলারদের প্রমোট করা হয় সিনিয়র দলে। যাদের মধ্যে রয়েছেন অতুল উন্নিকৃষ্ণন থেকে শুরু করে আদিত্য পাত্র ও আমন সিকের মতো আরও একাধিক ফুটবলারদের। তাদের মধ্যেই জুনিয়র দলের একাধিক ফুটবলারদের দেখা যায় সিনিয়র দলের সঙ্গে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন চালাতে।

যাদের মধ্যে ছিলেন, মহিতোষ রায় রাজবংশী, আমন সিকে, পিভি বিষ্ণু সহ দ্বীপ সাহার মতো ফুটবলাররা। বলাবাহুল্য, এবারের কলকাতা লিগে যথেষ্ট ছন্দে রয়েছেন দ্বীপ সাহা। একের পর এক ম্যাচে গোল করে আসছেন তিনি। এবার কি তার পাশাপাশি দলের আরও একাধিক তরুণ প্রতিভাদের উপর ভরসা রেখেই বাগান বধের পরিকল্পনা বানাচ্ছেন কুয়াদ্রাত? এখন সেটাই দেখার।