গতবারের পারফরম্যান্স ভুলে নতুন করে নিজেদের মেলে ধরাই এবার চ্যালেঞ্জ লাল-হলুদের। গত এপ্রিলে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তারপর থেকে একেবারে নতুন করে সেজে উঠেছে গোটা দল।
গতবারের কয়েকজন তারকা ফুটবলারদের দলে রেখে নতুন করে সাজানো হয় সমস্ত কিছু। উল্লেখ্য, নয়া কোচের নির্দেশ মতোই বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে ইমামি ম্যানেজমেন্ট। যার মধ্যে রয়েছেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, সাউল ক্রেসপো থেকে অ্যান্তোনিও পার্দো লুকাসের মতো ফুটবলার। বলাবাহুল্য, তার পছন্দসই ডিফেন্ডার জর্ডন এলসেকে আনা হলেও চোটের কারনে সুদূর জর্ডান থেকে হিজাজি মাহেরকে উড়িয়ে আনেন কুয়াদ্রাত।
এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের মাত্র দুইটি ম্যাচ খেলেছে ইমামি ইস্টবেঙ্গল দল। একটি জামশেদপুর এফসির সঙ্গে অন্যটি হায়দরাবাদ এফসির সঙ্গে। জামশেদপুর এফসির সঙ্গে জেতা ম্যাচ ড্র করলেও হায়দরাবাদ দলের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। বর্তমানে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের যথেষ্ট ভালো স্থানে রয়েছে কলকাতার এই প্রধান।
আগামী ৪ঠা অক্টোবর বেঙ্গালুরুর ঘরে মাঠে সাইমনের দলের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল। বলাবাহুল্য, কার্লোস কুয়াদ্রাতের পুরোনো দল এটি। একটা সময় বেঙ্গালুরু এফসির কোচ হিসেবে সুনীল ছেত্রীদের আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন এই স্প্যানিশ কোচ। সময় বদলেছে। এবার সেই দলের দায়িত্বে এসেছেন সাইমন। এবার তাদের বিপক্ষেই ম্যাচ।
তার আগে আজ সাংবাদিক বৈঠক করে লাল-হলুদ কোচ বলেন, বেঙ্গালুরু এফসি যথেষ্ট শক্তিশালী দল। এবারের আইএসএল মরশুমে এখনো পর্যন্ত দুটো ম্যাচে তারা পরাজিত হলেও যথেষ্ট লড়াকু পারফরম্যান্স করেছে তাদের দলের ফুটবলাররা। তাছাড়া সুনীল ছেত্রী ছাড়াই তারা যথেষ্ট দাপট দেখিয়েছে। তাই পরবর্তী ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে ঠান্ডা মাথায় খেলে আমাদের ছেলেদের তিন পয়েন্ট সংগ্রহ করে আনার পরিকল্পনা থাকবে।