Carles Cuadrat: ম্যাচ হারার পর বিস্ফোরক স্বীকারোক্তি কুয়াদ্রাতের

East Bengal coach Carles Cuadrat

এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল যেভাবে খেলছিল তাতে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া উচিৎ ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু সেই পুরনো ছবি। এগিয়ে গিয়েও পরাজয়। একটা পয়েন্টও পেল না দল। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে স্বীকারোক্তি ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লস কুয়াদ্রাতের (East Bengal’s coach, Carles Cuadrat)।

নিজেদের ভুলেই পয়েন্ট হাতছাড়া হয়েছে, ম্যাচের পর প্রথাগত সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন কার্লস কুয়াদ্রাত। তার কথায়, “প্রথমার্ধে আমরা ভালই খেলছিলাম। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রাখার জন্য আমরা আমাদের রক্ষণকে আরও সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা খুব তাড়াতাড়ি বলের নিয়ন্ত্রণ হারাতে শুরু করি।”

   

এরপর কোচের সংযোজন, “প্রতিপক্ষকে ম্যাচ নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দিই আমরাই। নিশু, বোরহা, সল-রা ওদের আটকানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি। কিন্তু একটা সেট পিসেই সব চেষ্টা বিফলে যায়। পরের মিনিটেই ফের গোল, দুর্ভাগ্যজনক।”

এই ছবি এর আগেও ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকরা দেখেছেন। সম্প্রতি অতীতে এমন অনেক ম্যাচে দল এগিয়ে গিয়েও কিছু ভুলের জন্য পুরো পয়েন্ট হাতছাড়া হয়েছে। কেন বারবার ঘটছে একই ঘটনা? কুয়াদ্রাতের মতে, “আমাদের দলে আসলে অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে। এই হারটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। বেঙ্গালুরুতে শেষ ম্যাচেও এ রকম হয়েছিল। আমাদের মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে এই কঠিন দলগুলোর বিরুদ্ধে ভাল খেলতে পারি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন