East Bengal’s New Strategy: চেন্নাইয়িন বধ করতে কী ভাবছেন কুয়াদ্রাত? জানুন

Kolkata Pre-season: Carles Cuadrat and Team Prepare for Season at Secret Location

আজ, শনিবার বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে রাফায়েল ক্রিভেলারোর চেন্নাইয়িন এফসির মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। কেরালা ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই লাল-হলুদের। তবে সমস্যা যেন কিছুতেই কাটছে না কলকাতা ময়দানের এই প্রধানের।

চোটের সমস্যায় জর্জরিত দল। আইএসএল মরশুম শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল অজি তারকা জর্ডান এলসেকে। এবার চোটের কবলে পড়েছেন দলের আরেক দাপুটে বিদেশি। তিনি বোরহা হেরেরা। গত কয়েক ম্যাচ দাপটের সাথে খেললেও অনুশীলন করতে গিয়ে পরবর্তীতে চোট পান এই স্প্যানিশ তারকা। যারফলে, তার পরিবর্তে হিজাজি মাহেরকে খেলানোর কথা শোনা যাচ্ছে।

   

তবে আজকের ম্যাচের ক্ষেত্রে একাদশে যে বড়সড় বদল আসবে তার ইঙ্গিত মিলেছে অনেক আগেই। কিন্তু এই ম্যাচ নিয়ে কি ভাবছেন কুয়াদ্রাত? কোন ছক আজ লড়াই করতে পারে লাল-হলুদ ব্রিগেড। পূর্বেই বলা হয়েছে আজ শুরু থেকে হিজাজি মাহেরের খেলার কথা। যারফলে, আজ শুরু থেকেই ডিফেন্সিভ থার্ডে থাকতে পারেন আন্তোনিও পার্দো লুকাস। পাশাপাশি আবার ও দলে ফিরতে পারেন বাঙালি তারকা সৌভিক চক্রবর্তী। এছাড়াও রাইট থেকে অপারেট করতে পারেন দলের বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা। তাছাড়া অন্যান্য ম্যাচের মতোই থাকতে পারেন বাকিরা। ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। দুই উইংয়ে থাকতে পারেন নাওরেম মহেশ সিং ও নন্দকুমার শেখর।

তবে শুধু দলের সমস্যা নয়। গতকাল বিমান নিয়ে ও একাধিক সমস্যায় পড়তে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। যারফলে, মাঝরাতের পর হোটেলে এসে পৌঁছেছে গোটা দল। সেইসব উপেক্ষা করেই এবার আজ খেলতে হবে মশাল ব্রিগেডকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন