এক দু’বছর নয়, কুয়াদ্রত ভাবছেন আগামী ২০-৩০ বছরের কথা

নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছে এবারের মরসুম। গত মরসুমে সুপার কাপ জিতে ট্রফি খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি মরসুমে আরও ট্রফি জয়ের আশায় বুক…

East Bengal Coach Carles Cuadrat

নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছে এবারের মরসুম। গত মরসুমে সুপার কাপ জিতে ট্রফি খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি মরসুমে আরও ট্রফি জয়ের আশায় বুক বেঁধেছেন লাল হলুদ সমর্থকরা। এক সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত (Carles Cuadrat) জানিয়েছে ক্লাবে তাঁর পরিকল্পনার কথা।

   

‘তোমার সঙ্গে খেলবো…’, মঙ্গলবার সকালের পারদ চড়াল Mohun Bagan SG

অভিজ্ঞ স্প্যানিশ কোচ আগামী এক দুই বছরের জন্য নয়, বরং ভাবছেন পরবর্তী ২০-৩০ বছরের কথা। সাক্ষাৎকারে কার্লেস বলেছেন, ‘ক্লাব (ইস্টবেঙ্গল) ডেকেছিল এবং সাফল্যের ভাবনা নিয়ে আমাকে নিয়োগ করেছিল। এই ক্লাবে এবং এই ক্লাবের সমর্থকদের সাফল্য প্রাপ্য। আমরা ক্লাবের সাথে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরি করেছি। আমরা আমাদের জন্য প্রয়োজনীয় খেলোয়াড়দের দলে নিয়েছি এবং আমার প্রথম মরসুমে আমরা একটি গুরুত্বপূর্ণ কাপ জিতেছি।’

একই সঙ্গে কার্লেস কুয়াদ্রত বলেছেন, ‘পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ কিছু পাওয়ার জন্য পরবর্তী ২০-৩০ বছরের কথা ভাবতে হবে। পরিকল্পনা মাফিক অর্থ, সেই ধরণের শক্তি এবং সেই ধরণের উদ্যম নিয়ে কাজ করতে হবে। আমি জাতীয় দলে বিবর্তন দেখতে পাচ্ছি। খেলোয়াড়রা আরও ফিজিক্যাল, আরও ভাল টেকনিক নিয়ে এখন খেলছে। কিন্তু কাঙ্খিত সাফল্যে অর্জন করার জন্য আরও সময় ও ধৈর্য্যের দরকার।’

‘আরাম করতে হলে…’, টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েই ‘হুঁশিয়ারি’ মার্কোয়েজের

কোচের বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি শুধু ইস্টবেঙ্গল নয়, সার্বিকভাবে ভারতীয় ফুটবল নিয়ে ভাবছেন। তাঁর মতে, ‘তবে আমি নিশ্চিত, সবকিছু এখন যেভাবে চলছে, এভাবে যদি চলতে থাকে এবং মানুষ ধৈর্য ধরে, তাহলে ভবিষ্যতে ভারতীয় জাতীয় দলের নিশ্চয় সুফল পাবে। কারণ প্রকল্প ও পরিকল্পনা সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয়।’