East Bengal: পছন্দের খেলোয়াড়দের তালিকা দিলেন কুয়াদ্রাত, লাল-হলুদে নিশ্চিত স্প্যানিশ কোচ?

Carles Cuadrat, Bengaluru FC's ISL-winning coach, posing for a photograph

হিরো ইন্ডিয়ান সুপার লিগে আসার পর থেকে এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। পরপর টানা তিনবছর লিগ টেবিলের তলানিতে থেকে মরশুম শেষ করতে হয়েছে কলকাতার এই প্রধানকে। সেইসাথে রয়েছে টানা আটবার ডার্বি হারার যন্ত্রনা।

এই পরিস্থিতিতে সুপার কাপ খেলতে নামার আগেই দলের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠকে বসে ইস্টবেঙ্গলের সাবেক কর্তারা। উভয়ের বৈঠকের শেষে ঠিক হয়, সুপার কাপের পরেই দলের দায়িত্ব থেকে সরানো হবে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। সেইমতো এবার ইস্টবেঙ্গল ছাড়ার পথে ভারতীয় দলের এই প্রাক্তন কোচ। কিন্তু তার বদলে কাকে দায়িত্ব দেবে লাল-হলুদ শিবির?

এক্ষেত্রে গত মার্চের মাঝামাঝি সময় থেকে সার্জিও লোবেরার নাম উঠে আসতে থাকলেও সময়ের সাথে সাথে ইস্টবেঙ্গল নিয়ে নাকি আগ্ৰহ কমতে শুরু করেছে এই ব্রিটিশ কোচের। যারফলে আগামী মরশুমে তার লাল-হলুদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই এবার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। যারফলে, এবার কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বেঙ্গালুরু এফসি কে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ কার্লোস কুয়াদ্রাত। বর্তমানে তিনি ডেনমার্কের একটি প্রথম ডিভিশনের ক্লাবে থাকলেও ইমামি ইস্টবেঙ্গলের অফার পেয়ে ভারতে আসতে রাজি তিনি।

   

তবে এক্ষেত্রে বেশকিছু শর্ত রয়েছে এই স্প্যানিশ কোচের। জানা গিয়েছে, তিনি ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলে চিফ টেকনিক্যাল হিসেবে আনতে হবে মন্দার তামহানে কে। এছাড়াও তার পছন্দের একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের ও আনার চেষ্টা করতে হবে ইমামি ম্যানেজমেন্ট কে। সেইমতো আগামী মরশুমে ঠিক কেমন দল চান, তার একটা উইশ লিস্ট লাল-হলুদ তাঁবুতে পাঠান কুয়াদ্রাত।

এক্ষেত্রে দেখা যাচ্ছে,লোবেরা ঠিক যেসমস্ত খেলোয়াড়দের কে দলে নিতে চাইছিলেন তার থেকে অনেকটাই উল্টো পথে হাটছেন বেঙ্গালুরুর এই সফল কোচ। তাই যেসমস্ত দেশীয় খেলোয়াড়দের সঙ্গে এতদিন কথা বলছিল ইস্টবেঙ্গল, এবার তাদের সই করানো ঘিরেও তৈরি হয়েছে সংশয়। তাই সময় মতো কোচ চূড়ান্ত করে আদৌ দল গঠন করতে পারবে কিনা তাই নিয়ে ও দেখা দিয়েছে সংশয়। তবে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন