চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। ডুরান্ড কাপে চরম ব্যর্থতার পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) টানা ছয় ম্যাচে হার। তবুও এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতা ময়দানের এই প্রধান। আগামী শুনিবার আইএএসলে (ISL) মহামেডানের (Mohammedan SC) বিরুদ্ধে ডার্বি (Kolkata Derby) ম্যাচ খেলতে নামছে মশাল ব্রিগেড। এই ম্যাচের আগে দলের আবেগপ্রবণ বার্তা দিলেন প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। মনে করিয়ে দিলেন মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জয়ের কথাও।
নয়া ফুটবলারের খোঁজে মহামেডান, নজরে এই ব্রাজিলিয়ান?
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে ভুটানের শক্তিশালী ফুটবল ক্লাব পারো এফসির সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। সেই ধারা বজায় রেখেই তৃতীয় ম্যাচ জয়। সেখানে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এসসিকে ৩-২ গোলে হারায় মশাল ব্রিগেড।
জাতীয় দলে সুযোগ না পেয়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদ ফুটবলার, ব্যাখ্যা দলের ভূমিকাতেও
প্রিয় দল লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতেই যথেষ্ট খুশি লাল-হলুদ সমর্থকরা। বর্তমানে কোয়ার্টার ফাইনালে আগে হাতে রয়েছে বেশ কয়েক মাস। হাইফোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলার আগে আইএসএলে নিজেদের ছন্দ ফেরানোই একমাত্র এবং প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ছেলেরা। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন আনোয়ার আলি থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা।
IPL 2025 নিলাম: তালিকায় বেন স্টোকস নেই, চমক অ্যান্ডারসন
এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে দলের উদ্দেশে আবেগপ্রবণ বার্তা দিলেন প্রাক্তন স্প্যানিশ কোচ। তিনি জানিয়েছেন, “আমি সর্বদা আমার স্মৃতিতে রাখব দুটি ভিন্ন ক্লাবের সঙ্গে দুটি বড় শিরোপা জয়ের মুহূর্ত। একটি হলো বেঙ্গালুরু এফসি’র আইএসএল ২০১৯ সালে শিরোপা জয় । আর দ্বিতীয়টি, যা আমার সবচেয়ে মূল্যবান উপহার, তা হলো ইস্টবেঙ্গল এফসির সুপার কাপের শিরোপা। আমি বলব, এটি আরও বেশি কৃতিত্বপূর্ণ ছিল। সেই সময়ে বেঙ্গালুরু এফসি কিছু কাপ ট্রফি জিতেছিল, কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ১২ বছর ধরে ট্রফিহীন সময়ের পর শিরোপা জেতাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বড় প্রতিষ্ঠানের জন্য একটি ঐতিহাসিক অর্জন ছিল, যার বিশাল ইতিহাস এবং কোটি কোটি ভক্ত রয়েছে।”
🎙️| Carles Cuadrat, Former Head Coach, East Bengal: ‘‘Winning the Kolkata derby twice last season was very inspiring for the pride and joy of the fans after 5 years of ATKMB/MBSG’s dominance, but of course, what counts in football are the Titles.’’#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/6YkFg8Ezqo
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) November 6, 2024