ইস্টবেঙ্গলের (East Bengal) সকালটা শুরু হয়েছে সুখবর দিয়ে। আরএফডিএল-এ এসেছে জয়। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে ইস্টবেঙ্গলের জুনিয়র দল। নবর্বষের সকালে জয়ের স্বাদ। সেই সঙ্গে উৎসবের আমেজ।
দিল্লিতে উড়ল লাল হলুদ জয়ের পতাকা। কলকাতায় বার পুজো। সব মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে আজ খুশির পরিবেশ। ইস্টবেঙ্গলের ক্লাবের বার পুজোয় চাঁদের হাট। ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার, কোচ, কোচিং স্টাফ।
ইস্টবেঙ্গলের বার পুজোয় এদিন উপস্থিত ছিলেন লাল হলুদের হেড কোচ কার্লেস কুয়াদ্রত, দিমাস দেলগাদো, সিনিয়র দলের অধিনায়ক ক্লেইটন সিলভা। উপস্থিত ছিলেন ক্লাবের কর্তারা ও অন্যান্য অতিথিরা। সাজানো হয়েছিল গোটা ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের মূল ফটক সাজানো হয়েছিল লাল হলুদ ফুল দিয়ে।
#EastBengalFC Coach @CarlesCuadrat, @DimasDelgadoMor along with captain Cleiton Silva present at the "Bar Pujo" ceremony at the East Bengal Ground today on the occasion of Bengali New Year.
শুভ নববর্ষ #JoyEastBengal #IndianFootball pic.twitter.com/33nAVBKckW
— East Bengal History🔴🟡 (@ebfchistory) April 14, 2024
চলতি মরসুম ইস্টবেঙ্গলের খুব খারাপ কাটেনি। বিগত কয়েক মরসুমের তুলনায় এবারের মরসুমে ক্লাব সাফল্যের দিকে কিছুটা এগিয়েছে বলা চলে। তাঁবুতে এসেছে কলিঙ্গ সুপার কাপ। ফের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল। নতুন মরসুমের কথা মাথায় রেখে ইতিমধ্যে শুরু হয়েছে দল গঠনের কাজ। ইস্টবেঙ্গল ক্লাবের এবারের মতো আইএসএল মরসুম শেষ হলেও আগামী দিনের কথা ভেবে করতে হবে বিস্তর কাজ। নেওয়া হচ্ছে পদক্ষেপ। আজকের দিন থেকে নতুনের সূচনা।