ATK Mohun Bagan : কিয়ানের পর আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলার থেকে যেতে পারেন বাগানে

সামনের মরশুমের জন্য দল গুছিয়ে নিতে শুরু করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। রবিবার কিয়ান নাসিরির সঙ্গে সম্পন্ন হয়েছে নতুন চুক্তি। শীঘ্রই আরও এক…

ATK Mohun Bagan : কিয়ানের পর আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলার থেকে যেতে পারেন বাগানে

সামনের মরশুমের জন্য দল গুছিয়ে নিতে শুরু করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। রবিবার কিয়ান নাসিরির সঙ্গে সম্পন্ন হয়েছে নতুন চুক্তি। শীঘ্রই আরও এক ফুটবলার চূড়ান্ত হবেন বলে মনে করা হচ্ছে।

এটিকে এবং এটিকে মোহন বাগানের হয়ে ধারাবাহিকভাবে খেলেছেন কার্ল ম্যাকহিউ। ২০১৯-২০ মরশুমে এটিকের হয়ে খেলেছিলেন ছয়টি ম্যাচ। পরে বাগানের হয়ে ৩৪ টি ম্যাচ খেলেছেন আয়ারল্যান্ডের এই মিডফিল্ডার।

carl mchugh

Advertisements

কিছু দিন আগে শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। সেখানে সবুজে মেরুন জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কার্ল। রক্ষণভাগ এবং আক্রমণভাগের মধ্যে সেতু বন্ধনের কাজটি তিনি করেছিলেন নিখুঁতভাবে। প্রশংসিত হয়েছিল তাঁর খেলা। আগামী মরশুমে তিনি বাগানে থাকবেন বলে মনে করা হচ্ছে।

এদিন এটিকে মোহন বাগানের সঙ্গে নতুন চুক্তি হয়েছে তরুণ কিয়ান নাসিরির সঙ্গে। আরও দু’বছর তিনি থাকবেন কলকাতার ক্লাবে। মাঝে কিয়ানকে নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে তিনি বাগানেই থেকে থাকার সিদ্ধান্ত নিলেন।