Tuesday, October 14, 2025
HomeSports NewsMohun Bagan: কঠিন সময়ে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে সব সময়: শুভাশিস

Mohun Bagan: কঠিন সময়ে মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছে সব সময়: শুভাশিস

চনমনে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘরের মাঠে খেলা। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে ইন্ডিয়ান সুপার লীগ কাপ জিততে চাইছেন অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। জোর গলায় বলেছেন, কঠিন সময় বারবার ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান।

Advertisements

শুভাশিস কথাটা ভুল বলেননি। চলতি মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্সের গ্রাফ ওঠা-নামা করেছে। এএফসি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বাগান ফুটবলারদের মনোবল ধাক্কা খেয়েছিল অনেকটাই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এসেছে লিগ শিল্ড।

Advertisements

লীগ শিল্ড জয়ের ঠিক আগে পয়েন্ট খুইয়ে চাপে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর সেমিফাইনালের প্রথম লেগে ওডিশা এফসির কাছে হেরেও পিছিয়ে পড়েছিল সবুজ মেরুন ব্রিগেড। পিছিয়ে পড়লেও পিছিয়ে থাকেনি। পালতোলা নৌকা এগিয়ে ফাইনালে এসে পৌঁছেছে। সামনে শুধুই ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। মাঝে সেই মুম্বই সিটি এফসি।

এবারের সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে শুভাশিস বসু বলেছেন, “কঠিন সময়ে মোহনবাগান এসজি সব সময় ঘুরে দাঁড়ায়। পুরো মরসুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি তার চূড়ান্ত ফলাফল আমাদের সামনে। আইএসএল কাপ জেতার জন্য আমরা ফাইনাল ম্যাচ জেতার চেষ্টা করব।”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments