ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আগে বড় ধাক্কা! অনিশ্চিত তারকা ক্রিকেটার?

২০২৫ এশিয়া কাপের সুপার ফোর (Asia Cup Super Four) রাউন্ডের অন্যতম বড় ম্যাচ ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh)। এই লড়াইকে সামনে রেখে দুই দেশের…

Captain Litton Das doubtful for Asia Cup Super Four clash in India vs Bangladesh

২০২৫ এশিয়া কাপের সুপার ফোর (Asia Cup Super Four) রাউন্ডের অন্যতম বড় ম্যাচ ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh)। এই লড়াইকে সামনে রেখে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে (Bangladesh Cricket News)। আগামী ২৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দুই দলই জয় পেতে মরিয়া। তবে ম্যাচ শুরুর দু’দিন আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের (Litton Das) চোট সংবাদ বাংলাদেশ শিবিরের (Bengali Sports News) জন্য চরম ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

অনুশীলন সময় লিটনের পিঠে টান, উদ্বেগ ছড়িয়ে পড়লো

সেপ্টেম্বর ২২ তারিখে ICC একাডেমি গ্রাউন্ডে অনুশীলন চলাকালীন লিটন দাস একটি স্কোয়ার কাট খেলার সময় তার পিঠের পেশিতে টান অনুভব করেন। এই চোটের কারণে তিনি দ্রুতই অনুশীলন ছেড়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদ উল ইসলাম সঙ্গে সঙ্গে লিটনের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। যদিও বাইরে থেকে দেখা গেল লিটনের অবস্থান খুবই স্বাভাবিক, তারপরও মেডিক্যাল টেস্ট না হওয়া পর্যন্ত তার খেলা নিশ্চিত নয়।

   

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, “লিটন দাসকে দেখতে সুস্থই মনে হচ্ছে, তবে তার খেলা নিশ্চিত করতে মেডিক্যাল পরীক্ষা করতে হবে।”

অধিনায়ক ছাড়াই বড় লড়াই?

লিটন দাসের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ তিনি বর্তমানে দলের অন্যতম সেরা ফর্মে থাকা ক্রিকেটার। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেছে। ভারতের বিপক্ষে এই ম্যাচেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো টুর্নামেন্টের জন্য কোনো সহ অধিনায়কের নাম ঘোষণা করেনি, লিটনের অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন, সেটিও এখনো অনিশ্চিত।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশর পুরোনো রেকর্ড

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্স এশিয়া কাপ ইতিহাসে বেশ হতাশাজনক। ‘মেন ইন ব্লুদের’ বিপক্ষে মোট ১৫ ম্যাচে বাংলাদেশ ১৩বার হেরেছে। তবে এবারের দল তরুণ ও শক্তিশালী হওয়ায় এই ধারা ভাঙার সম্ভাবনা রয়েছেই। লিটন দাসের অধীনে টাইগাররা সুদৃঢ়ভাবে লঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তাই আজকের ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ করার ব্যাপারে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা অনেক।

বিশ্ব ক্রিকেটের নজর বাংলাদেশের ওপর

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই ম্যাচ শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক ক্রিকেট পর্যায়ে একটি বড় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত টুর্নামেন্টে এখনও কোনো ম্যাচ হারে নি, তাই বাংলাদেশের কাছে এটি কঠিন টেস্টের মতো। তবে লিটন দাসের চোট সুনিশ্চিত হলে বাংলাদেশের পরিকল্পনায় বড় পরিবর্তন আসবে এবং ম্যানেজমেন্টের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।

Advertisements

বর্তমানে পুরো বাংলাদেশ ক্রিকেট দল এবং সেদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে লিটন দাসের মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায়। তার ফিটনেস নিশ্চিত হলে অবশ্যই খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে, যদি লিটন অনুপস্থিত থাকেন, তাহলে বাংলাদেশকে নতুনভাবে নিজেদের গড়তে হবে এবং অন্য কেউ নেতৃত্বের দায়িত্ব নিতে হবে।

Captain Litton Das doubtful for Asia Cup Super Four clash in India vs Bangladesh

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News