পাকিস্তানের (Pakistan) বিপক্ষে ১৩৬ রানের সহজ লক্ষ্য। অথচ ব্যাটিং বিভ্রাটে ১১ রানের লজ্জাজনক হারে, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের (Bangladesh)। সুপার ফোরে (Asia Cup Super Four) এমন হারের পর সংবাদ সম্মেলনে (Cricket News) বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বললেন, “লিটন না থাকলে কঠিন হয়ে পড়ে পরিস্থিতি।”(Bengali Sports News)
এই মন্তব্যেই যেন উঠে এল ব্যর্থতার বড় ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন থেকেই গেল, লিটন (Liton Das) না থাকলেই কি সব এলোমেলো হয়ে যেতে পারে?
Dropped catches and bad decisions cost Bangladesh, admits Phil Simmonshttps://t.co/zZJUmsa0uo#PakistanCricket #Bangladesh #AsiaCup2025 #BANvsPAK #PAKvBAN pic.twitter.com/eJTjz1vMRu
— NewsDrum (@thenewsdrum) September 26, 2025
শুরু থেকেই লক্ষ্য ছিল নাগালের মধ্যে। কিন্তু মাঠে নামার পর দেখা গেল একেবারে পরিকল্পনাহীন এক দল। প্রথম ওভার থেকেই চাপে। শুরুর ব্যর্থতা শেষে গড়ায় ভাঙনের ধারায়। শেষ পর্যন্ত ব্যবধান মাত্র ১১ হলেও, খেলার রূপটা বলছে ভিন্ন কথা।
রান তাড়ায় তামিমের পরিবর্তে ওপেন করতে দেখা গেল পারভেজ ইমন ও সাইফ হাসানকে। তিনে হৃদয়, চারে শেখ মেহেদি। ব্যাটিং অর্ডার দেখে মনে হচ্ছিল যেন আগেভাগে হাল ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এমন ব্যাটিং লাইনআপ নিয়েই সিমন্স বলেন, “দুই ম্যাচ আগেও এই অর্ডার নিয়ে জয় পেয়েছিলাম। তবে একইসঙ্গে তামিম ও লিটনের অনুপস্থিতি আমাদের ভারসাম্য নষ্ট করেছে। আমরা এখনও এমন অবস্থানে পৌঁছাইনি, যেখানে বিকল্প তৈরি আছে।”
অধিনায়ক লিটন দাসকে ছাড়া নামা বাংলাদেশ দল যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। অথচ লিটন ছিলেন টুর্নামেন্টে ভালো ফর্মে। প্রথম ম্যাচেই করেছিলেন অর্ধশতক, শ্রীলঙ্কার বিপক্ষে সফল রান তাড়ায়ও রেখেছিলেন অবদান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে পিঠে চোট পেয়ে ছিটকে যান বাকি সুপার ফোর ম্যাচগুলো থেকে।
কিন্তু লিটনের অনুপস্থিতি মানেই কি পুরো ব্যাটিং লাইনআপ এলোমেলো হয়ে যাওয়া উচিত? মেহেদিকে চার নম্বরে পাঠানো হয়েছিল ‘পেস হিট’ করার যুক্তিতে, অথচ ঘরোয়া ক্রিকেটে তার পেস বলের বিপক্ষে দুর্বলতা সুবিদিত। এমন সিদ্ধান্তকে ‘পরীক্ষামূলক’ বললেও সেটি আসলে ছিল বিপর্যয়ের অন্যতম কারণ।
নুরুল হাসান সোহানকে নেওয়া হয় লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে। কিন্তু ব্যাট হাতে তার হাঁসফাঁস অবস্থা ছিল চোখে পড়ার মতো। শট নির্বাচনে ঘাটতি, পরিকল্পনার অভাব, একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত যেন সাজানো নাটকের দৃশ্য।
সিমন্স অবশ্য দায় নিচ্ছেন ব্যর্থ পরিকল্পনার জন্য না, বরং দায় দিচ্ছেন ‘খারাপ সিদ্ধান্ত’কে। তিনি বলেন, “শুধু আমাদেরই না, সব দলেরই এমন দিন আসে। আজ আমাদের দিনটা ভালো যায়নি।” কিন্তু এমন ব্যর্থতা কি শুধুই খারাপ দিনের ফল? নাকি এটি বৃহত্তর কাঠামোগত দুর্বলতার প্রতিফলন?
ক্রিকেটে এক-দুই ব্যাটারের ঘাটতি সামলে নেওয়া উচিত গোটা স্কোয়াডের। কিন্তু লিটন না থাকায় যদি গোটা দলই ভেঙে পড়ে, তবে সেটা দলের প্রস্তুতির ব্যর্থতা। দীর্ঘদিন ধরে বিকল্প তৈরি না থাকারই ফল ভোগ করছে বাংলাদেশ।
Superb bowling ??
Liton Das was not playing. He is key batsman for Bangladesh. It was poor fielding of @BCBtigers that took Pakistan to reach 100+ with so many drop catches. Otherwise @TheRealPCB score never would have reached 100 plus. I say “Poor fielding” performance.— KK Tamang (@imkktamang) September 26, 2025
Captain Liton Das absence exposes Bangladesh batting collapse agianst Pakistan in Asia Cup Super Four

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
