CFL: জুনেই শুরু কলকাতা ফুটবল লিগ, চালু হতে পারে বিশেষ নিয়ম

শেষ মরশুমে ও নিজেদের পুরোনো ছন্দ ধরে রেখে কলকাতা ফুটবল লিগ (CFL) চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারা পরাজিত করেছিল ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি…

Calcutta Football League: IFA is sending a letter to Mohun Bagan

শেষ মরশুমে ও নিজেদের পুরোনো ছন্দ ধরে রেখে কলকাতা ফুটবল লিগ (CFL) চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারা পরাজিত করেছিল ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসের জুনিয়র দলকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অনায়াসেই লিগ ঘরে তুলে নিয়েছে এই ফুটবল দল। এক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছেন ভারতীয় তারকা ডেভিড লালাসাঙ্গা। ডুরান্ড কাপের পর এই ফুটবল টুর্নামেন্টেও সর্বোচ্চ গোল করার রেকর্ড ছিল তার। বর্তমানে মহামেডানের হয়ে আই লিগ খেললেও পরবর্তীতে তাকে দলে নিতে চাইছে আইএসএলের একাধিক ফুটবল দল। এসবের মাঝেই সিএফএলের নয়া মরশুমের নিয়মকানুন নিয়ে উঠে আসল নয়া তথ্য।

Advertisements

যতদূর জানা গিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের নয়া মরশুম সব ঠিকঠাক থাকলে সেই মাসের ২৫ তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলি। তবে তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেবে দলগুলি। তবে অন্যান্য বারে তুলনায় এই নয়া মরশুমে চালু হতে পারে বেশ কিছু নিয়ম। যেখানে খেলোয়াড়দের খেলানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলার এই ফুটবল লীগে অন্তত ৭ জন ভুমিপুত্র খেলানোর কথা বলা হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যগুলি থেকে নেওয়া যেতে পারে মোট চারজন ফুটবলারকে।

   

আগামী কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের সমস্ত ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে জারি হতে পারে ফেডারেশনের এই নয়া সিদ্ধান্ত। উল্লেখ্য, গত মরশুমে থেকেই বিদেশি ফুটবলার খেলানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। এবার এই নয়া নিয়ম চালু হলে বঙ্গীয় ফুটবলের ক্ষেত্রে যে আমুল বদল আসবে তা নিশ্চিত।