Calcutta League: ‘গুরু’ বাবার দেখানো পথে মোহনবাগানের বিরুদ্ধে গোল করমচাঁদের

Karamchand Murmu

দুর্বার গতিতে এগিয়ে চলেছে মোহনবাগান। সুপার জায়ান্টের মতো দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা ফুটবল লীগ (Calcutta League)। আটকে দিয়েছিল কালীঘাট। সৌজন্যে করমচাঁদ মুর্মু।

মোহন বাগান সুপার জায়ান্ট কলকাতা ফুটবল লীগ জয়ের ব্যাপারে অন্যতম দাবিদার। জুনিয়র ছেলেদের মাঠে নামিয়েও একের পর এক ম্যাচে বাজিমাত করেছে তারা। সিএফসির বিরুদ্ধে শুক্রবারের ম্যাচ করেছে চার গোল। তবে একটি ম্যাচে আটকে গিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। কালীঘাটের বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে পারেনি তারা। বরং প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে পয়েন্ট আদায় করে নিয়েছিল কালীঘাট।

   

বড় দলের বিরুদ্ধে গোল করে প্রচারের আলোকে আসতে চান বহু ফুটবলার। করমচাঁদ মুর্মু অনেকটা আলাদা। পেশাদার ফুটবলারের মতো নিজের কাজ করে গিয়েছেন। মেনে চলেছেন কোচের কথা। “মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণ বাড়ানোর পথ বেছে নিয়েছিলাম আমরা। কোচ বলেছিলেন চাপ না নিয়ে আক্রমণ করে যাও। আমরা সেটাই করার চেষ্টা করেছিলাম । সেখান থেকে এসেছে গোল।”

হাওড়ার সাঁকরাইলের ছেলে করমচাঁদ মুর্মু। গুরু হিসেবে মানেন নিজের বাবাকে। ছোটবেলায় বাবার হাত ধরে ফুটবলে প্রাথমিক শিক্ষা। পরে বিভিন্ন প্রশিক্ষক এবং ক্লাবের হয়ে খেলেছেন। কেরিয়ারে টার্নিং পয়েন্ট উত্তরপাড়া নেতাজী ব্রিগেডে যোগ দান করা। এখানে থেকে নিজের খেলা আরও উন্নত করার সুযোগ পেয়েছিলেন করমচাঁদ মুর্মু। ডাক পেয়েছেন কালীঘাটের ফুটবল ক্লাবের পক্ষ থেকে। গত মরসুমেও কালীঘাটেই ছিলেন তিনি। ক্রমে হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন