প্রথমেই ধাক্কা। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ রেনবো এফসির বিপক্ষে কলকাতা লিগের (Calcutta League) ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। শুরুটা ভালো হলেও শেষ রক্ষা হল না। নব্বই মিনিটের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল কলকাতার এই প্রধান কে। যা দেখে হতাশ আপামর লাল-হলুদ সমর্থকরা।
গত দশ তারিখ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার কথা থাকলেও বিবিধ কারনের জন্য তা বাতিল করে দেওয়া হয়। যারফলে, আজ প্রথম ম্যাচ থাকে ইস্টবেঙ্গলের। সেখানেই ধাক্কা। যা দেখে না খুশ দলের কোচ বিনো জর্জ।
আগামী ১৭ তারিখ ওয়েস্টবেঙ্গল পুলিশের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এখন সেদিকেই তাকিয়ে সবাই। আসলে আজ ম্যাচের শুরু থেকে সব সাধারণ থাকলেও সময় বাড়ার সাথে সাথে চড়তে থাকে উত্তেজনার পারদ। যারফলে, ম্যাচের ঠিক ২১ মিনিটের মাথাতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র কে। যারফলে, গোলরক্ষক বদল করে নিজেদের খেলা এগিয়ে নিয়ে যায় বিনো জর্জের ছেলেরা। প্রথমার্ধে একাধিকবার গোল করার সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকে ফুটবলাররা। এরফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের থেকে ফের চাপ সৃষ্টি করতে থাকে ইস্টবেঙ্গল দল কিন্তু দাঁতে দাঁত চেপে রক্ষন সামাল দিতে থাকে রেনবো। তারজন্য আর গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। অন্যদিকে গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠে ভরসাযোগ্য ডিফেন্ডারের চোট। লাল-হলুদের তারকা ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণনের চোট দেখা দিলেও গোটা ম্যাচ খেলে যান সেই চোট নিয়েই। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্ধারিত সময়ের শেষে ম্যাচ অমীমাংসি থাকার পরেই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় এই ফুটবলার কে। বর্তমানে চিকিৎসাধীন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার।