জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে সিএফএল, কী বললেন অনির্বাণ দত্ত?

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League )। যেই টুর্নামেন্টকে ঘিরে চরম উন্মাদনা দেখা যায় বঙ্গের ফুটবল…

Calcutta Football League

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League )। যেই টুর্নামেন্টকে ঘিরে চরম উন্মাদনা দেখা যায় বঙ্গের ফুটবল প্রেমীদের মধ্যে। এই ঘরোয়া ট্রফির মধ্যে দিয়েই শুরু হতে চলেছে নতুন ফুটবল মরশুম। গতবছর ও সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সুবাদে এবার উদ্বোধনী ম্যাচ খেলবে এই ফুটবল ক্লাব। তাদের প্রতিপক্ষ হিসেবে এবার রয়েছে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। এই ম্যাচের দিকেই এখন নজর রয়েছে সাদা-কালো সমর্থকদের। বলাবাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগে যোগ্যতা অর্জন করার পর এই প্রথম খেলতে নামবে মহামেডান।

যা নিঃসন্দেহে বাড়তি উত্তেজনা যোগ করবে এবার। কিন্তু শুধু ফুটবল ম্যাচই নয়। গতবারের তুলনায় এবার অনেকটাই আলাদাভাবে শুরু হতে চলেছে এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবার কিশোর ভারতী স্টেডিয়ামে। যেখানে উপস্থিত থাকতে দেখা যাবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলীকে। পাশাপাশি বিট ব্রেকারের ডান্স শো সহ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ও ব্যবস্থা রাখছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। যা সহজেই মন কাড়বে ফুটবলপ্রেমীদের। এই সমস্ত কিছু নিয়েই এবার মুখ খুললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত‌।

   

তিনি বলেন, আমরা চেষ্টা করছি যে কলকাতা লিগকে আরো কিভাবে জনপ্রিয় করে তোলা যায়। তারজন্য এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের পারফরম্যান্স থাকবে। তাছাড়া মহামেডানের প্রথম ম্যাচ নিয়ে আমি আশাকরি সমর্থকদের মধ্যে আলাদা উদ্দীপনা দেখা যাবে।

এছাড়াও বিভিন্ন পরিকল্পনা রয়েছে আমাদের। কলকাতা লিগকে আরো আকর্ষণীয় ও গ্রহনযোগ্য করে তোলার জন্য। এই নিয়ে আমাদের বৈঠক হয়েছে। বিশেষ করে ফ্যান পার্ক সহ ম্যাচ ভেন্যুতে‌ মার্চেন্ডাইজ ও হরেকরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করার ভাবনা রয়েছে। ধীরে ধীরে সবকিছু বাস্তবায়িত করা হবে।