Calcutta League: কলকাতা ফুটবল লিগে বড়সড় চমক, রুপোয় সেজে উঠবে ট্রফি

এবারের এই সিএফএল ট্রফি জুড়ে ও থাকছে বিশেষ চমক। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, যে এবার হয়ত বদলাতে চলেছে ট্রফির ধরন। অবশেষে সেটাই দেখা গেল এবার। আজ সকলের সামনে আনা হল ট্রফির ডিজাইন। যা সহজেই নজর কাড়তে সক্ষম হবে সকলের।

Calcutta Football League

গত কয়েকদিন আগেই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লেজার শোয়ের আয়োজনে একেবারে সরগরম থেকেছে কিশোরভারতী স্টেডিয়াম। তবে এবার ফেডারেশনের তরফ থেকে উঠে আসা নয়া সিদ্ধান্ত অনুসারে বিদেশি ফুটবলার বাদ দিয়ে কলকাতা লিগ আয়োজনের কথা জানানো হয়েছিল। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় আইএফএ’র অন্দরে।

পরবর্তীতে এই নিয়ে এআইএফএফ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসে বঙ্গীয় ফুটবল সংস্থার কর্তারা। ঠিক হয় এবার থেকে বিদেশি ফুটবলার ছাড়াই আয়োজিত হবে প্রিমিয়ার ডিভিশন লিগ। সেইমতো প্রস্তুতি ও শুরু করে দেওয়া হয় তাদের তরফে। পাশাপাশি দল গোছানোর কাজ ও শুরু করে দেয় ক্লাব গুলি। তবে বিদেশি ফুটবলার না থাকায় অনেকেই মনে করেছিলেন এবার হয়ত জৌলুস হারাবে এই টুর্নামেন্ট। তবে তা ভুল প্রমাণিত হয়েছে বারংবার। কলকাতার তিন প্রধান সহ অন্যান্য ম্যাচ গুলিতে ও বহু দর্শকদের দেখা গিয়েছে মাঠের মধ্যে।

   

তবে এখানেই শেষ নয়। এবারের এই সিএফএল ট্রফি জুড়ে ও থাকছে বিশেষ চমক। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, যে এবার হয়ত বদলাতে চলেছে ট্রফির ধরন। অবশেষে সেটাই দেখা গেল এবার। আজ সকলের সামনে আনা হল ট্রফির ডিজাইন। যা সহজেই নজর কাড়তে সক্ষম হবে সকলের। তবে শুধু নজরকাড়া ডিজাইন ই নয়। শোনা যাচ্ছে, প্রায় ৭ কেজি রুপো দিতে তৈরি হবে এবারের কলকাতা লিগ জয়ের ট্রফি। হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের অতিব সক্রিয়তায় এটি প্রদান করবেন সত্যেন্দ্র ছাতু।

বলাবাহুল্য, এবারের এই লিগে বিদেশি ফুটবলার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার ফলে সম্প্রচার মাধ্যম যোগাড় নিয়ে ও একটা সময় দেখা দিয়েছিল প্রবল সমস্যা। তবে শেষ পর্যন্ত এগিয়ে আসে ইংল্যান্ডের একটি স্পোর্টস টেলিকাস্ট টিম। তাদের অ্যাপ ‘ইন স্পোর্টস’ এর মাধ্যমে বর্তমানে দেখানো হচ্ছে প্রত্যেকটি ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন