ম্যাচ সূচিতে বদল, এগোতে চলেছে মহামেডান বনাম ডায়মন্ড হারবার ম্যাচ

জুন মাসের শেষের দিকেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) । যেখানে প্রথম ম্যাচ থেকেই দাপট থেকেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু পরবর্তীতে পয়েন্ট…

জুন মাসের শেষের দিকেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) । যেখানে প্রথম ম্যাচ থেকেই দাপট থেকেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু পরবর্তীতে পয়েন্ট নষ্ট করার ফলে যথেষ্ট পিছিয়ে পড়তে হয় গতবারের চ্যাম্পিয়নদের। যারফলে পয়েন্ট টেবিলের কিছুটা নিচে চলে আসতে হয় তাদের। অন্যদিকে ম্যাচ যত এগিয়েছে ততই এগিয়ে গিয়েছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ঠা আগস্ট নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে খেলার কথা ছিল মহামেডানের। তবে বদলাতে চলেছে গিয়েছে ম্যাচের দিন। একটি জনপ্রিয় মাধ্যম সূত্র মারফত খবর, আগামী ৩রা আগস্ট অর্থাৎ শনিবার মুখোমুখি হবে দুই ফুটবল দল।

Advertisements

বর্তমানে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট গ্ৰুপের শীর্ষস্থানে রয়েছে ডায়মন্ড হারবার। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সাদা-কালো শিবির। আসন্ন ম্যাচ জিতে নিজেদের শীর্ষস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়াই অন্যতম লক্ষ্য হাকিম সেগেন্ডোর। তাই গত ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে জয় পাওয়ার পর এই ম্যাচ থেকে ও পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের।