কলকাতা ফুটবল লিগ (CFL) ভারতের তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল লিগ। এই লিগে প্রধানত কলকাতা এবং তার পারিপার্শ্বিক অঞ্চলের দলগুলো অংশ নেয়। বর্তমানে কলকাতা ফুটবল লিগের প্রথম রাউন্ড চলছে। প্রথম রাউন্ডে মোট ৯ টি দল একে অপরের বিরুদ্ধে খেলছে। প্রথম রাউন্ডের থেকে টপ তিনটে দল পরের রাউন্ডে যাবে যেখানে তাদের খেলতে হবে ময়দানের তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, মহামেডান এবং ইস্টবেঙ্গল-এর সঙ্গে।
সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে দারুন খেলছে মহামেডান। মিনি ডার্বি হারলেও ফয়াজ, লুইস, অভিষেকদের খেলা নজর কেড়েছে সবার। কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক। ভারতের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ কলকাতা ফুটবল লিগের স্পনসর হল ডাফা নিউজ। কিন্তু জানা যাচ্ছে ডাফা নিউজ-এর আড়ালে রয়েছে ডাফা বেট। যার মাধ্যমে অনলাইনে জুয়া খেলা হয়।
এই খবর সামনে আসতেই আইএফএ-র বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মহামেডান কর্তা কামারুদ্দিন। তিনি বলেন, “এহেন সিদ্ধান্ত আমাদের ক্লাবের ভাবাবেগে আঘাত হানে। সেই ২০০১ সাল থেকে আমাদের কমিটি চলছে। আমরা কখনও কোন মদের কোম্পানিকে নিইনি।বিজয় মালিয়া আমাদেরকে অফার করেছিল, কিন্তু আমরা তা গ্রহণ করিনি। এখন শুনছি ডাফা নিউজ একটি জুয়ার কোম্পানি। আইএফএ-কে একবার ভাবা উচিত ছিল এহেন জিনিস তরুণ প্রজন্মের ওপর কিরকম প্রভাব ফেলে”।