সময়ের সাথে সাথেই ক্রমশ জমজমাট হয়ে উঠেছে এবারে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। সুপার সিক্সের লড়াই শুরু হওয়ার আগেই প্রায় ছিটকে গিয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। এককথায় যা চমকে দিয়েছে সকলকে। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির দিকে বিশেষ নজর থাকবে এবারের সুপার সিক্সে। পাশাপাশি লড়াকু মেজাজে দেখা যেতে পারে ইউনাইটেড কলকাতা সহ অন্যান্য দলগুলিকে। আগামী কয়েক দিন পরেই শুরু হবে সুপার সিক্সের লড়াই। তাঁর আগে বাকি রয়ে গিয়েছে গ্ৰুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচ।
হিসাব অনুযায়ী বুধবার আয়োজিত হওয়ার কথা ছিল প্রিমিয়ার ডিভিশন লিগের দুইটি ম্যাচ। নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড কলকাতা ম্যাচ। অন্যদিকে, বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ছিল কলকাতা পুলিশ বনাম এরিয়ান দলের ম্যাচ। তবে বদলে গিয়েছে সেই দুই ম্যাচের সূচি। বঙ্গীয় ফুটবল ফেডারেশন তথা আইএফএ এর নয়া বিবৃতি অনুযায়ী আগামী ৫ই সেপ্টেম্বর বারাকপুরে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে জিতেন মুর্মুর ইউনাইটেড কলকাতা। অন্যদিকে, একই দিনে একই সময় কল্যাণীর বুকে খেলতে নামবে পুলিশ ও এরিয়ান দল।
তবে সেখানেই শেষ নয়। আগামী ৫ই সেপ্টেম্বর বারাকপুর স্টেডিয়ামে খেলার কথা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও খিদিরপুর এফসির। বদল হয়েছে সেই ম্যাচ সূচিও। নয়া নির্দেশিকা অনুযায়ী আগামী ৬ই সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ। বারাকপুরের পরিবর্তে এবার এই ম্যাচ আয়োজিত হতে চলেছে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। তবে ম্যাচের দিনক্ষণ বদল হলেও থেকে যাচ্ছে একই সময়।
For more updates, follow Kolkata24x7 on Facebook, Twitter, Instagram, Youtube; join our community on Whatsapp