Mohammedan SC: মহামেডানের সঙ্গে যুক্ত থাকছে বাঙ্কারহিল, কাদের হাতে কতটা শেয়ার?

Mohammedan SC Is Bunkerhill
ফাইল ছবি

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল এবার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফুটবল মরশুমে মহামেডান (Mohammedan SC) দলের প্রধান ইনভেস্টর হিসেবে থেকে গেল দীপক কুমার সিংয়ের বাঙ্কারহিল। গত কয়েক মাস ধরেই দলের এই ইনভেস্টরদের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে বিবাদে জড়িয়ে ছিলেন মহামেডান কর্তারা।

যারফলে, একটা তাদের চলে যাওয়ার কথা ও শোনা যেতে থাকে ক্লাব তাঁবু থেকে। এমনকি সেই সম্পর্কিত একটি বিশেষ মেইল ও পাঠানো হয় সাদা-কালো শিবিরে। যারফলে, বাঙ্কারহিলের যাওয়ার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত ছিল। তবে কোনো মতেই হাল ছাড়েননি ক্লাব কর্তারা। মূলত আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন সকলে। সেখান থেকেই এবার উঠে আসল এমন সিদ্ধান্ত।

   

যারফলে, আগামী মরশুম গুলিতে ও রেড রোডের এই ক্লাব তাঁবুর দায়িত্বে থাকছে বাঙ্কারহিল। তবে শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে একটা সময় উভয় পক্ষের মধ্যে জোর বিবাদ দেখা গেলেও বর্তমানে মিটে গিয়েছে সেই সংক্রান্ত সমস্যা। বিশেষ সূত্র মারফত খবর, মোট ৫১ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখতে চলেছে বাঙ্কারহিল।

এক্ষেত্রে আসন্ন ফুটবল লিগে দল নামানোর পাশাপাশি আইলিগ ও পরবর্তীকালে হিরো ইন্ডিয়ান সুপার লিগের খেলার দিকেও নজর দেওয়া হতে পারে। তবে লগ্নিকারী সংস্থাদের নিয়ে ডামাডোল পরিস্থিতি দেখা দিলেও দল গঠনের ক্ষেত্রে কোনো রকমের প্রভাব দেখা যায়নি। গত সোমবার দলের প্রায় ৬ জন বিদেশী ফুটবলার কে ছাঁটাই করেছিল সাদা-কালো ব্রিগেড। তার পরের দিন অর্থাৎ আজ আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড অ্যালেক্সিস গোমেজ কে সই করায় মহামেডান। যারফলে, বর্তমানে খুশির আবহ সাদা-কালো সমর্থকদের মধ্যে।

একটা সময় টয়ামের তরফ থেকে মহামেডান দলের দায়িত্ব নেওয়ার কথা শোনা গিয়েছিল। সেক্ষেত্রে বাঙ্কারহিল না থাকলেও, নতুন ম্যানেজমেন্টের অন্যতম দায়িত্বে থাকতেন দীপক কুমার সিং। সময় এগোনোর সাথে সাথে ঠিক তেমন পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বদলে যায় সমস্ত কিছু। তাই নতুন কোনো সংস্থা নয়, মহামেডানের সঙ্গে যুক্ত থাকছে বাঙ্কারহিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন