BSL: পাওলোর গোলে বাজিমাত হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের, বৃথা লড়াই অঙ্কনদের

বেঙ্গল সুপার লিগে (BSL) অনবদ্য জয় ছিনিয়ে নিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স‌। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেল চারটে নাগাদ কল্যাণীর বুকে পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল হোসে…

বেঙ্গল সুপার লিগে (BSL) অনবদ্য জয় ছিনিয়ে নিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স‌। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেল চারটে নাগাদ কল্যাণীর বুকে পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল হোসে ব্যারেটোর ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল নর্থ ২৪ পরগনা এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে এসেছে জয়। এদিন হাওড়া-হুগলি দলের হয়ে গোল করেন যথাক্রমে সাহিল হরিজন, ফ্রাঙ্ক উইলিয়াম এবং পাবলো সিজার। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার হয়ে গোল করেন যথাক্রমে কুইন্টানা অর্টুজার এবং অঙ্কন ভট্টাচার্য।

Advertisements

যারফলে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো সাহিলদের দল। অন্যদিকে, চার ম্যাচে জয় পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নামল নর্থ চব্বিশ পরগনা‌। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের ফুটবলারদের। যারফলে গোলের মুখ খুলতে খুব একটা ঝক্কি পোহাতে হয়নি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় চলে আসে প্রথম গোল। প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে দলকে এগিয়ে দেন সাহিল হরিজন। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল ওয়ারিয়র্সদের। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

   

৩২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান কুইন্টানা অর্টুজা।‌ তারপর থেকেই বেশ কিছুটা সাবধানতার সাথে খেলতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। তারপর ৪৫ মিনিটের মাথায় সুযোগ বুঝেই ফের গোল করে দলকে এগিয়ে দেন ফ্রাঙ্ক উইলিয়াম। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানেই এগিয়ে ছিল হোসে ব্যারেটোর ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে ঝড় তুলে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল প্রতিপক্ষ ফুটবল দল। তারপর ৫৭ মিনিটের মাথায় তেইশ নম্বর জার্সিধারী ফুটবলার অঙ্কন ভট্টাচার্যের করা গোলে সমতায় ফেরে নর্থ চব্বিশ পরগনা।

কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ লগ্নে একাধিকবার গোলের সুযোগ তৈরি করতে দেখা গিয়েছিল ব্যারেটোর ছেলেদের। নির্ধারিত নব্বই মিনিটে খেলার ফলাফল এক থাকলেও অতিরিক্ত চার মিনিটের মধ্যেই গোল করে দলের জয় ছিনিয়ে নেন পাওলো সিজার। শেষ পর্যন্ত ম্যাচের সেরা ও নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisements