দুরন্ত ছন্দে মধ্যে দিয়ে আইলিগ শুরু করেছিল ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে। তারপর সেই ধারা বজায় রেখেই দিল্লি বধ। মাঝে কয়েকটি ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না থাকলেও ডেম্পো স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয়েন সরণিতে ফিরেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। কিন্তু বজায় থাকেনি সেই ধারা। গত অ্যাওয়ে ম্যাচে ফের ধাক্কা খায় ইন্টার কাশী। তাঁদের পরাজিত হতে হয় নামধারী এফসির কাছে। যারফলে বর্তমানে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার কাশী। আগামী ১৮ই জানুয়ারি পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে সুমিত পাসিরা।
যেখানে তাঁদের ল
ড়াই করতে হবে শক্তিশালী আইজল এফসির বিপক্ষে। এখন এই ম্যাচের দিকেই বাড়তি নজর দিচ্ছেন স্প্যানিশ কোচ। কিন্তু তাঁর আগেই এবার উঠে আসলো এক নয়া তথ্য। চলতি ফুটবল মরসুমে কেরালা ব্লাস্টার্স থেকে লোন চুক্তিতে বারাণসীর এই ফুটবল ক্লাবে যোগদান করতে চলেছেন ব্রাইস মিরান্ডা। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথাই জানানো হয় দক্ষিণের এই ক্লাবের তরফ থেকে। যারফলে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে ইন্টার কাশীর মাঝমাঠ। বলাবাহুল্য, গত ২০২২- ২০২৩ মরসুমে গোয়ার চার্চিল ব্রাদার্স থেকে কেরালা ব্লাস্টার্সে যোগদান করেছিলেন এই ফুটবলার।
যদিও পরবর্তীতে তাঁকে লোন ডিলে পাঞ্জাব এফসিতে পাঠিয়ে ছিল ম্যানেজমেন্ট। সেখানেই কাটিয়ে ছিলেন গত ফুটবল মরসুম। খেলেছিলেন বেশ কয়েকটি ম্যাচ।নির্ধারিত সময়ের শেষে আবারও দক্ষিণের এই ফুটবল ক্লাবেই ফিরে এসেছিলেন বছর পঁচিশের এই ফুটবলার। তবে ডুরান্ড কাপের পর আর সেভাবে সুযোগ পাননি মিরান্ডা। স্বাভাবিকভাবেই এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে অন্যত্র লোনে পাঠানোর পরিকল্পনা ছিল কেরালা দলের। অবশেষে সেটাই হল এবার। চলতি ফুটবল মরসুমে এবার আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে ইন্টার কাশীতেই খেলবেন মহারাষ্ট্রের এই ফুটবলার।
এক্ষেত্রে তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই স্থায়ী চুক্তি করার সিদ্ধান্ত নিতে পারে আইলিগের এই ফুটবল ক্লাব। তবে কেরালা ব্লাস্টার্সের পর এই নয়া দলে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।