গত বছর বহু আশা নিয়ে স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine) দলের দায়িত্ব দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ( East Bengal)। মনে করা হয়েছিল এবার হয়ত সুদিন ফিরবে কলকাতার এই প্রধানের।
হিরো আইএসএলের শুরুর দিকে সমর্থকদের আশানুরূপ পারফরম্যান্স দলের তরফ থেকে দেখা গেলেও ম্যাচ এগোনোর সাথে সাথে লিগ টেবিলের পিছনের দিকে যেতে থাকে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। সেই সাথে টানা আটবার ডার্বি হারার লজ্জাজনক রেকর্ড ও তৈরি হয় তাদের। যারফলে, পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকেই অভিযান শেষ হয় তাদের। যা দেখে ক্রমশ ক্ষোভ বাড়তে থাকে দলের সমর্থকদের মধ্যে।
তাই পরিস্থিতি সামাল দিতে গত ২৩ মার্চ নিজেদের লগ্নিকারী সংস্থার সাথে বৈঠকে বসেন সাবেক ক্লাব কর্তারা। ঠিক হয় সুপার কাপের পড়েই দল থেকে ছাটাই করা হবে ভারতীয় দলের এই প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। সেই ঘোষণা হয়ে গিয়েছিল অনেক আগেই। তবে আজ নিজেদের ফেসবুক পেজ থেকে সেই কথা তুলে ধরল ইমামি ইস্টবেঙ্গল।
কিছুক্ষণ আগেই দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে নিয়ে একটি পোস্ট করা হয় সেখানে। যেখানে লেখা রয়েছে, গত মরশুমে এই ব্রিটিশ কোচ যেভাবে সক্রিয় হয়েছিলেন তারজন্য ধন্যবাদ । সেইসাথে আগামী দিনের জন্য ও শুভ কামনা থাকছে ক্লাবের তরফ থেকে। তাহলে এবার কোথায় যাবেন ব্রিটিশ কোচ?
🚨 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨
We would like to thank Coach @StephenConstan for his services to the Club during the past season.
We’ve had some great moments together and as the Red & Gold family, we wish him all the best for the road ahead!#EmamiEastBengal #EastBengalFC pic.twitter.com/wpyQ7z6VnT
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023
শোনা যাচ্ছিল, আগামী মরশুমের জন্য নাকি আইএসএলের একাধিক ক্লাবের থেকে অফার পেয়েছেন কনস্ট্যানটাইন। যাদের মধ্যে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড, ও চেন্নাইন এফসির মতো দলগুলি। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সমস্ত কিছু খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নেবেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ।
অন্যদিকে আগামী মরশুমের জন্য নতুন কোচ চূড়ান্ত করার পথে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম দিকে মুম্বাই সিটির আইএসএল জয়ী কোচ সার্জিও লোবেরা দৌড়ে এগিয়ে থাকলেও বর্তমানে তার আসার সম্ভাবনা নেই বললেই চলে। জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে নাকি কথাবার্তা যথেষ্ট দূর এগিয়ে নিয়ে গিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তাকেই দেওয়া হতে পারে দলের দায়িত্ব।