যত দিন যাচ্ছে দল বদলের জল্পনা তত জোরদার হচ্ছে। বিগত কয়েকটি ট্রান্সফার উইন্ডোর মতো এবারেও ময়দানের ফুটবল প্রেমীদের আড্ডায় জায়গা করে নিয়েছে ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। সম্প্রতি জোর গুঞ্জন, নতুন মরসুমে ভারতে ফিরতে পারেন তিনি। ফিরবেন কি ইস্টবেঙ্গলে?
ইস্টবেঙ্গলে এসেছিলেন ২০২১ সালে। লাল হলুদ জার্সি পরে খেলেছিলেন হাতেগোনা কয়েকটি ম্যাচ। মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন তাঁর ফুটবল স্কিল কতটা তুখড়। ব্রাইটের ড্রিবল ইস্টবেঙ্গল সমর্থকদের চোখের সামনে এখনও উজ্জ্বল। লাল হলুদ সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রিয় ফুটবলারকে ইস্টবেঙ্গলে ফিরে আসার জন্য বারংবার অনুরোধ করেন। মাঝে মধ্যে রিপ্লাই করেন ব্রাইট এনোবাখারে।
সম্প্রতি একটি স্ক্রিন শট ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। স্ক্রিন শট দুই ব্যক্তির কথোপকথনের। যার মধ্যে একজন হতে পারেন ব্রাইট এনোবাখারে। কারণ ভাইরাল স্ক্রিন শটের ওপরে লেখা রয়েছে ‘b_enobakhare26’। দুই ব্যক্তির এই চ্যাটে উঠে এসেছে সম্ভাব্য দল বদল সংক্রান্ত আভাস।
কথোপকথনে একজন দাবি করেছেন, ‘b_enobakhare26’-কে দলে নেওয়ার জন্য উৎসুক এক ভারতীয় ক্লাব। ইস্টবেঙ্গল আগ্রহ দেখায়নি। তবে সেটা ইস্টবেঙ্গল নয়। ইন্ডিয়ান সুপার লিগ খেলা নতুন একটি দল নাকি এই ফুটবলারকে দলে নিতে আগ্রহী। মেসেজের উত্তরে বলা হয়েছে, ‘ঠিক আছে, আমি ওদের (ইস্টবেঙ্গল) বিরুদ্ধেই খেলবো। অনেক আগেই তাদের প্রতি ভালোবাসা ফুরিয়ে গিয়েছে।’
অনেকের ধারণা আইএসএল-এর নতুন দল মানে পাঞ্জাব এফসি। তাহলে ব্রাইট এনোবাখারে সামনের মরসুমে পাঞ্জাবের ক্লাবের হয়ে খেলবেন? এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। আপাতত দল বদলের জল্পনার মাত্রা বাড়িয়েছে ভাইরাল এই স্ক্রিন শট।