Breaking news: বর্তমান সময়ে দাঁড়িয়ে সুনীল ছেত্রীর পরবর্তী হিসেবে সকলের প্রথম পছন্দ সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad)। নতুন আইএসএল মরশুমের কথা ভেবে তাকে দলে টানার হিড়িক পড়ে গিয়েছিল সকলের মধ্যে। তবে এবার হয়ত আর তাকে খেলতে দেখা যাবে হিরো ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League)।
এবার তাকে দলে পেতে আগ্ৰহ প্রকাশ করেছে রোনাল্ডো-বেঞ্জেমাদের সৌদি প্রো লিগ। শুনতে অবাক লাগছে? তবে এটাই সত্যি। আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরে যোগদান করার পর থেকেই ইউরোপের বহূ ফুটবলারদের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই প্রো লিগ। করিম বেঞ্জেমা থেকে শুরু করে কান্তে, জোটা, থেকে সাদিও মানে একে একে সকলেই যুক্ত হয়েছেন এই ফুটবল লিগে।
এবার সেই লিগের নাকি একাধিক ক্লাবের তরফ থেকে আগ্ৰহ প্রকাশ করা হচ্ছে ভারতীয় তারকা সাহাল আবদুল সামাদ কে নেওয়ার জন্য। গত কয়েক মাস ধরেই সাহাল কে পেতে উঠে পড়ে লেগেছিল মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, ও ওডিশার মতো দলগুলো। পরবর্তীতে এই তারকার ট্রান্সফার ফি বাবদ ৩ কোটি টাকা চাওয়া হলে পিছিয়ে আসতে শুরু করে বহু দল।
তবে এবার যতদূর খবর সামাদ কে পেতে মরিয়া হয়ে উঠেছে প্রো লিগের একাধিক ক্লাব। তবে এটাই নতুন নয়, পূর্বে আইসল্যান্ডের পাশাপাশি এ লিগের ক্লাবের তরফ থেকে ও অফার পেয়েছিলেন সামাদ। তবে ভিসা জনিত সমস্যা থাকায় যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। তবে এবার সব ঠিকঠাক থাকলে সৌদির প্রো লিগে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলার কে।
কিছু বছর আগে করিম বেঞ্জিমার বর্তমান ক্লাব আল ইত্তিহাদের অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন সাহাল আবদুল সামাদ। প্রাথমিক সমস্ত কিছু সেখানে সম্পন্ন করে পরবর্তী সময়ে চলে আসেন কেরালায়। সন্তোষ ট্রফিতে ভালো পারফরম্যান্সের জন্য পরবর্তীতে সুযোগ পেয়ে যান কেরালা ব্লাস্টার্স দলে। তারপর সেখান থেকেই দাপিয়ে বেড়িয়েছেন একের পর এক মরশুম। কোচ বদল হলেও বদল হয়নি কেরালার এই ভরসাযোগ্য তারকা ফুটবলার। সেখান থেকে এবার জাতীয় দলের জার্সিতে ও নজর কেড়েছেন সাহাল আবদুল সামাদ। তবে শেষ পর্যন্ত আদৌ প্রো লিগে যাওয়া সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার।