Breaking News: জেসন কামিন্সের ফিটনেস নিয়ে বড় আপডেট

ATK Mohun Bagan's forward Jason Cummings

জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের আইএসএল ম্যাচ। জামশেদপুর এফসির রক্ষণের বিরুদ্ধে বাগানের আক্রমণ কেমন খেলে সে ব্যাপারে ভারতীয় ফুটবল প্রেমীদের উৎসাহ ছিল। এখন যা পরিস্থিতি তাতে ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে কোচ হুয়ান ফেরান্ডো পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

ম্যাচের আগে জামশেদপুরে পৌঁছে গিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। দলের দুই তারকা বিদেশি স্কোয়াডের সঙ্গে সেখানে যাননি বলে জানা গিয়েছে। জেসন কামিন্স (Jason Cummings ) ও হুগো বুমোস জামশেদপুরে যাননি বলে খবর। সবুজ মেরুন শিবিরে এমনিতে একের পর এক চোট সমস্যা। তার ওপর এই দুই ফুটবলারের অনুপস্থিতি মোহনবাগান সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে।

   

জেসন কামিন্সকে (Jason Cummings ) নিয়ে উদ্বেগ কিছুটা কম। কারণ মঙ্গলবার সকালে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছিলেন। তাই অনেকের ধারণা, অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের ফিটনেস নিয়ে কোনো সমস্যা থাকলেও সেটা হয়তো বিরাট কিছু নয়। সেরকম হলে নিশ্চই অনুশীলন করতেন না। কিন্তু হুগো বুমোসকে নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে। তিনি কেন জামশেদপুরে আসেননি সে ব্যাপারে শুরু হয়েছে জল্পনা।

চলতি মরসুমে মোহন বাগান সুপার জায়ান্টকে একাধিক টুর্নামেন্টে খেলতে হচ্ছে। মরসুম শেষ হতে এখনও অনেক বাকি। ভালো ফল করার পাশাপাশি প্লেয়ারদের ফিটনেসের দিকেও ক্লাবকে নজর দিতে হচ্ছে। অহেতুক কোনো ঝুঁকি নিতে চাইবে না ম্যানেজমেন্ট। প্রথমে আশিক কুরুনিয়ন, পরে আনোয়ার আলির চোট বাগানের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। লম্বা মরসুমের কথা মাথায় রেখে খেলোয়াড়দের বুঝেশুনে ব্যবহার করতে হবে কোচকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements