Komal Thatal: প্রায় হারিয়ে যেতে বসা কোমল থাটালকে নিয়ে মিলল বড় আপডেট

Komal Thatal

এক সময় সিকিমের কোমল থাটালকে (Komal Thatal) নিয়ে প্রত্যাশার পারদ উঠেছিল তুঙ্গে। দেশের অন্যতম সম্ভাবনায় ফুটবলারদের মধ্যে তার নাম গণ্য করা হতো। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। হয়তো পর্যাপ্ত সুযোগ পাননি। প্রায় হারিয়ে যেতে বসেছেন তরুণ এই যে উইঙ্গার। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে সামনে এল বড় আপডেট।

Advertisements

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু হওয়ার আগে কোমল থাটালকে নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এসেছে। কিছুটা আশ্বস্ত হতে পারেন ভারতীয় ফুটবল প্রেমীরা। নিজেকে মেলে ধরার জন্য নতুন উদ্যম নিয়েছেন তিনি। জোর কদমে শুরু করেছে প্র্যাকটিস।

   

সর্বভারতীয় ফুটবল সংস্থার এলিট অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র কোমল থাটাল। অনেক প্রত্যাশা নিয়ে এটিকে শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। লাল সাদা জার্সিতে খেলেছিলেন কিছু ম্যাচ। উইং বরাবর কিছু দৌড় অল্প সময়ের মধ্যে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিল। ২০১৭ সালে এটিকে শিবিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিকিমের এই ফুটবলার । ইন্ডিয়ান সুপার লীগে করেছিলেন গোল। এটিকের হয়ে জিতেছিলেন আইএসএল।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৮-১৯ মরসুমে সবথেকে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোমল থাটাল। দশটির বেশি ম্যাচে অংশ নিয়েছিলেন। এই মরসুমেই গোল করেছিলেন। এরপর ক্রমে হারিয়ে যেতে থাকেন ফুটবল মাঠ থেকে। বেশিরভাগ সময় বসেছিলেন রিজার্ভ বেঞ্চে। কোমলের কেরিয়ার নিম্নমুখী হওয়ার জন্য অনেকেই দায়ী করেন এটিকে এবং এটিকে মোহন বাগানকে। ২০২১ সালে যোগ দেন জামশেদপুর এফসিতে, খেলেছেন কিছু ম্যাচ, করেছেন গোল।

সম্প্রতি পাওয়া খবর জামশেদপুর এফসির সঙ্গে জোর কদমে অনুশীলন করছেন তিনি। ফিট হয়ে ওঠার জন্য করছেন অক্লান্ত পরিশ্রম। সোশ্যাল মিডিয়া থেকে আপাতত তৈরি করেছেন দূরত্ব। জাতীয় দলের হয়ে খেলার জন্য দেখতে শুরু করেছেন স্বপ্ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements