মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলার আগে গুরুতর চোট পেলেন নেইমার

ফের নতুন করে চোট পেলেন নেইমার। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন তিনি। আগামী ২৩ অক্টোবর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আল হিলালের ম্যাচ রয়েছে।…

ফের নতুন করে চোট পেলেন নেইমার। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন তিনি। আগামী ২৩ অক্টোবর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আল হিলালের ম্যাচ রয়েছে। তার আগে নেইমারের চোট চিন্তা বাড়াচ্ছে ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্রাজিল। ব্রাজিলের বিরুদ্ধে খেলার ফল ০-২। ম্যাচের দুই অর্ধে হয়েছে একটি করে গোল। ডারউইন নুনেজ এবং দে লা ক্রুজের গোলে সহজ জয় পেয়েছেন উরুগুয়ে। যদিও ম্যাচ জুড়ে আধিপত্য বিজয় রেখেছিল ব্রাজিল। বেশিরভাগ সময় বল ঘোরাফেরা করেছে ব্রাজিলের ফুটবলারদের পায়ে। তফাৎ গড়ে উঠছিল আক্রমণ গড়ার ক্ষেত্রে।

গ্যাব্রিয়েল হেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগরা থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভাগে একেবারেই দানা বাঁধেনি ব্রাজিলের আক্রমণ। বস্তুত এদিনের ম্যাচে উরুগুয়ে গোলকিপারকে বড় কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি। মাঠে মিনিট ৪৫ খেলতে পেরেছেন নেইমার। ভালো খেলছিলেন। শেষ পর্যন্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

নেইমারকে খেলতে দেখার জন্য উদগ্রীব ভারতীয় ফুটবল প্রেমীরা। তেইশ তারিখে ACL এর ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে তার খেলতে নামার সম্ভাবনা ছিল প্রবল। নেইমারের জনপ্রিয়তার কথা মাথায় রেখে বদল করা হয়েছিল মাঠ। এরই মধ্যে নেইমারের নতুন করে চোট পাওয়ার ঘণ্টা বাড়াচ্ছে উদ্বেগ।