Transfer window: সবাইকে চমকে দিয়ে দলে নিশ্চিত ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার

Transfer window: এক প্রকার নিঃশব্দে হয়ে গেল একটি বড় সই। ভারতীয় ফুটবলের সঙ্গে ফের জুড়ে গেল ব্রাজিলের নাম। ব্রাজিলের এক তারকা উইঙ্গারকে দলে চূড়ান্ত করেছে ভারতীয় ফুটবল ক্লাব।

Dário Júnior Poised to Amaze Teammates with Stellar Performance

Transfer window: এক প্রকার নিঃশব্দে হয়ে গেল একটি বড় সই। ভারতীয় ফুটবলের সঙ্গে ফের জুড়ে গেল ব্রাজিলের নাম। ব্রাজিলের এক তারকা উইঙ্গারকে দলে চূড়ান্ত করেছে ভারতীয় ফুটবল ক্লাব।

Advertisements

সম্প্রতি জানা গিয়েছে ভারতীয় ফুটবলে আসতে চলেছেন এক ব্রাজিলিয়ান ফুটবলার। আগামী মরসুমে রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে খেলতে দেখা যেতে পারে Dário Júnior -কে। ৩১ বছর বয়সী এই ফুটবলারের প্রতি প্রত্যাশার পারদ থাকবে অনেকটা ওপরের দিকে। কারণ অতীতে ব্রাজিলের একাধিক ফুটবলার মনে রাখার মতো ফুটবল খেলেছিলেন ভারতের মাটিতে।

Advertisements

আরও পড়ুন: Transfer window: সুযোগ বুঝে বড় দাঁও মারল চেন্নাইয়িন এফসি

কে এই Dário Júnior? অভিজ্ঞ ফুটবলার হলেও খুব একটা নামীদামী ক্লাবে খেলেননি। যদিও বিশ্বের বহু দলের খেলার অভিজ্ঞতা রয়েছে দারিওর। কেরিয়ারের শুরুতে ফ্লামেঙ্গোর হয়ে প্রচুর ম্যাচ খেলেছিলেন। মাঝ মাঠের ফুটবলার হলেও গোলটা ভালোই চেনেন। প্রায় প্রতিটা দলের হয়েই করেছেন একাধিক গোল, খেলেছেন বেশ কিছু ম্যাচ।

২০১৪ সালের জুলাইয়ে দারিও জুনিওর পর্তুগিজ সেগুন্ডা লিগার দল সিডি ট্রোফেনসের সাথে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছিলেন। এক বছর পরে আজারবাইজান প্রিমিয়ার লিগের দল কাপাজের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৮ সালের জানুয়ারিতে দারিও জুনিয়ার এক বছরের চুক্তিতে ফিরে আসেন কাপাজে। জুন মাসে দারিও জুনিয়ার নেফসির সাথে এক বছরের চুক্তি সম্পন্ন করেছিলেন।

আরও পড়ুন: Mohun Bagan: প্রশ্নের মুখে মোহনবাগানের তিন মূর্তির ভবিষ্যৎ

পরের বছর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, দারিও জুনিয়ারকে ডাইগুর শিবিরে পাঠানো হয়েছে। পরে দারিও জুনিয়ার ডাইগু থেকে দুই বছরের চুক্তিতে নেফটিসিতে ফিরে এসেছিলেন। ২০২০ সালের মরসুমের মাঝমাঝি সময়ে দারিও জুনিয়ার রিগা এফসির সাথে চুক্তি স্বাক্ষর করেন।