ইস্টবেঙ্গলের হয়ে এলিয়ান্দ্রোর শেষ ম্যাচ খেলা হয়ে গেল

ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ এফসির কাছে ২-০ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) । এই ম্যাচই ছিল লাল হলুদ ব্রিগেডের তারকা স্ট্রাইকার এলিয়ান্দ্রোর (Eliandro)…

East Bengal fans on colado and eliandro

short-samachar

ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ এফসির কাছে ২-০ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) । এই ম্যাচই ছিল লাল হলুদ ব্রিগেডের তারকা স্ট্রাইকার এলিয়ান্দ্রোর (Eliandro) শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের হয়ে।

   

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হয়নি এলিয়ান্দ্রোর।ফিটনেস সঙ্গে অফফর্মের কারণে এলিয়ান্দ্রো ক্রমেই ইস্টবেঙ্গলে বাতিল খেলোয়াড় হিসেবে সামনে আসছিল। এর মধ্যেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বিকল্প পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল শিবির। ট্রান্সফার মার্কেটের সুযোগে ভোল বদলাতে চাইছে লাল হলুদ শিবির।

এলিয়ান্দ্রোর বিকল্প স্ট্রাইকারের নাম প্রকাশের বিষয়টাকে ঝুলিয়ে রেখেছে লাল হলুদ শিবির,নিয়মের জাঁতাকলে জড়ানোর জন্যে।তাই জানুয়ারির ফিফা উইন্ডো খোলা না পর্যন্ত অপেক্ষা করতে হবে লাল হলুদ ভক্তদের।