HomeSports Newsজামশেদপুর এফসিতে সই করল এই ব্রাজিলিয়ান ফুটবলার

জামশেদপুর এফসিতে সই করল এই ব্রাজিলিয়ান ফুটবলার

- Advertisement -

রাফায়েল ক্রিভেলারো (Rafael Crivellaro), এই নামটি সাথে আইএসএল প্রেমীরা বহু দিন আগের থেকেই পরিচিত। আইএসএল এর সিজিন ৬ এ চেন্নাইয়নের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। আইএসএল এর চলতি সিজিনের বাকি মরশুমের সেই রাফায়েল ক্রিভেলারোকে খেলতে দেখা যাবে জামশেদপুর এফসির জার্সিতে।

এই ব্রাজিলিয়ান আইএসএল ৬ এ সেরা সময় কাটিয়েছেন।সাত গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট ও তার নামের পাশে লেখা ছিল।ক্রিভেলারোর সাথে ভাল্সকিসের জুটি চেন্নাইয়নকে শেষ চারে নিয়ে গিয়েছিল।

   

সিজিন ৭ এর শুরুটাও দুর্দান্ত করেছিলেন এই ব্রাজিলিয়ান। কিন্তু চোটের কারণে সেই গোটা মৌসুমটা খেলতে পারেননি তিনি। পরের সিজিনেও সেই চোটের কারণেই গোটা মরশুমটা খেলতে পারেননি তিনি।চেন্নাইয়ন এফসি রাফায়েল ক্রিভলারোকে বাদে সব বিদেশিদের রিলিজ দিয়ে দিয়েছিল।জামশেদপুর এফসি এই ব্রাজিলিয়ানকে হিরো ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বের জন্য সই করেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular