গুজরাটে (Gujarat) কী হতে পারে তা নিশ্চিত ছিল বিজেপি। সেই নিশ্চিন্তি শুরু হলো ইভিএম খুলতেই। সাত সকালেই সরকার গড়তে তৈরি বিজেপি। দিল্লির পুরভোটে টানা ১৫ বছরের ক্ষমতা হারানোর পর গুজরাটে দু দশকের বেশি ক্ষমতা ধরে রাখা এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য। ফলে প্রধানমন্ত্রী মোদীর নিজের ঘর গুজরাটের জয় আরও বেশি পেতে মরিয়া ছিল বিজেপি। ফলাফলে আসছে তেমন ইঙ্গিত।
সপ্তমবারের জন্য বিজেপি গুজরাটের মসনদ দখল করছে। দাগ কাটতে পারল না কংগ্রেস।
Gujarat: ইভিএম খুলতেই পদ্ম ফুটল, সাত সকালেই সরকার গড়তে নিশ্চিত মোদী
গুজরাটে (Gujarat) কী হতে পারে তা নিশ্চিত ছিল বিজেপি। সেই নিশ্চিন্তি শুরু হলো ইভিএম খুলতেই। সাত সকালেই সরকার গড়তে তৈরি বিজেপি। দিল্লির পুরভোটে টানা ১৫…