চিলির বিপক্ষে লুকাসদের সাহসী লড়াই, বিশ্বকাপে নিশ্চিত ব্রাজিল

Brazil Crush Chile 3-0 in 2026 World Cup Qualifiers at Maracanã
Brazil Crush Chile 3-0 in 2026 World Cup Qualifiers at Maracanã

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এবার দাপুটে জয় ছিনিয়ে নিল কার্লো আনচেলত্তির ছেলেরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার ভারতীয় সময় সকাল ৬টায় নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল (Brazil)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল নিকোলাস কর্ডোভার চিলি। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল পাঁচবারের বিশ্বজয়ীরা। এদিন দলের হয়ে গোল করলেন যথাক্রমে এস্তেভাও গনসালভেস, লুকাস পাকুইতা এবং ব্রুনো গিমারেস। যারফলে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল সাম্বার দেশ।

Brazil vs Chile: চিলির বিপক্ষে লুকাসদের সাহসী লড়াই

অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকল চিলি। বলাবাহুল্য, এদিন নেইমার জুনিয়র থেকে শুরু করে ভিনির মতো দাপুটে ফুটবলাররা না থাকলেও তার কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি ম্যাচের মধ্যে। প্রথম কোয়ার্টার থেকেই কার্যত আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দিয়েছিল রাফিনিয়ারা। প্রথম কোয়ার্টারের মধ্যেই প্রতিপক্ষের গোলে বল ঠেলে দিয়েছিলেন তারকা মিডফিল্ডার কার্লোস কাসিমিরো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় সেই গোল। তা কিছুটা হলেও হতাশ করেছিল ব্রাজিলিয়ান (Brazil) ফুটবলপ্রেমীদের। যদিও ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল ব্রাজিল (Brazil)।

   

Also Read | ভেনিজুয়েলার বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার, বিদায়ী ম্যাচে জোড়া গোল মেসির

Messi Scores Brace in Argentina’s 3-0 Win vs Venezuela in Qualifiers
Messi Scores Brace in Argentina’s 3-0 Win vs Venezuela in Qualifiers

ম্যাচের ঠিক ৩৮ মিনিটের মাথায় এস্তেভাওয়ের দৃষ্টি নন্দন গোলে এগিয়ে গিয়েছিল পেলের দেশ। বলাবাহুল্য, জাতীয় দলের জার্সিতে এটাই ছিল তাঁর প্রথম গোল। তারপর আরও বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেননি দলের ফুটবলাররা। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানেই এগিয়ে ছিল ব্রাজিল (Brazil)। তবে দ্বিতীয়ার্ধে আনচেলত্তির নয়া পরিকল্পনা আরও অনেকটা এগিয়ে দেয় বিশ্বজয়ীদের। তারপর ঠিক ৭২ মিনিটের মাথায় লুইস হেনরিকের অ্যাসিস্ট থেকে দলের হয়ে দ্বিতীয় গোল তুলে যান লুকাস পাকুইতা। তারপর থেকেই কার্যত মনোবল ভাঙতে শুরু করেছিল প্রতিপক্ষ দলের।

Also Read | গুরসিমরত সিংকে ছাড়ার কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল

সেই গোলের ঠিক চার মিনিটের মধ্যেই তৃতীয় গোল তুলে নেয় ব্রাজিল (Brazil)। এবার হেনরিকের দুরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি বল গোলে ঠেলে দিতে একেবারেই ভুল করেননি ব্রুনো। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ের শেষে এই ফলাফলেই জয় সুনিশ্চিত করে অ্যালিসন বেকাররা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন