Brandon Hamil: এটিকে নয়, কলকাতায় দাঁড়িয়ে নতুন বিদেশি বলছেন “জয় মোহনবাগান”

কলকাতায় এসে গিয়েছেন এটিকে মোহন বাগানের ( Mohun Bagan) নতুন বিদেশি ফুটবলার ব্র্যান্ডন হামিল (Brandon Hamil)। আসার দিনেই নেমে পড়েছিলেন মাঠে। মোহনবাগান মাঠ থেকে সমর্থকদের…

Brandon Hamil

কলকাতায় এসে গিয়েছেন এটিকে মোহন বাগানের ( Mohun Bagan) নতুন বিদেশি ফুটবলার ব্র্যান্ডন হামিল (Brandon Hamil)। আসার দিনেই নেমে পড়েছিলেন মাঠে। মোহনবাগান মাঠ থেকে সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা।

Advertisements

আরও পড়ুন: East Bengal Club : এটিকে মোহন বাগানকে মোটা ট্রান্সফার ফি দিতে হতে পারে ইস্টবেঙ্গলকে

   

নৈশালোকের আলোয় তিনি বলেছেন, “এটিকে মোহন বাগানে যোগ দিতে পেরে খুব ভালো লাগছে। এশিয়ার অন্যতম বড় দল। সেরা সমর্থকরা রয়েছেন। জয় মোহনবাগান।”

আরও পড়ুন: এটিকে মোহন বাগানের অনুপস্থিতিতে চলতি মাসেই লিগ শুরু করার প্রতিশ্রুতি

একটি প্রশ্ন উত্তর পর্বের সম্মুখীন হয়েছিলেন এটিকে মোহন বাগানের নতুন বিদেশি ব্র্যান্ডন হামিল। সদা হাস্যময় এই ফুটবলার অবলীলায় প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার জন্য হামিল মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুন: East Bengal : অস্ট্রেলিয়ার কোনও তারকা ফুটবলারকে দলে নেওয়া হতে পারে

নেইমার, কুটিনোহদের বিরুদ্ধে খেলেছেন। কিন্তু যদি ফুটবলে না আসতেন, তাহলে কোন খেলায় নাম লেখাতেন তিনি? হামিলের সরকারি উত্তরে, ক্রিকেটে। ফুটবল না হলে তিনি ক্রিকেট খেলতেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে একজন ওপেনার হিসেবে খেলার ইচ্ছা রয়েছে তাঁর।

আরও পড়ুন: Coochbehar: গোপনে সরকারি নথি পাচারের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পরেশ ফের বিতর্কে

ফুটবল প্রোফাইল বেশ ভালো। বড় বড় খেলোয়াড়দের পক্ষে বিপক্ষে খেলেছেন। কাকে দেখে নিজেকে উদ্বুদ্ধ করেছেন নিজেকে, ‘ইন্সপিরিশিন’ পেতেন কার থেকে? এটিকে মোহন বাগানের নতুন বিদেশি হামিল বলেছেন, ‘ মা ‘। মা না থাকলে আজ হয়তো তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারতেন না। মা-কে দেখে বড় হয়েছেন, মাকে দেখেই পেয়েছেন অনুপ্রেরণা।