Brandon Fernandes: ব্র্যান্ডন ফার্নান্দেজকে নিয়ে বড় ঘোষণা করল ক্লাব

Advertisements জল্পনা সত্যি হল। ক্লাব ছাড়ার সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। এবার ক্লাবের (FC Goa) পক্ষ থেকে করা হল অফিসিয়াল ঘোষণা। দীর্ঘ সাত বছর পর…

Brandon Fernandes left fc goa

Advertisements

জল্পনা সত্যি হল। ক্লাব ছাড়ার সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। এবার ক্লাবের (FC Goa) পক্ষ থেকে করা হল অফিসিয়াল ঘোষণা। দীর্ঘ সাত বছর পর এফসি গোয়া ছাড়ছেন ব্র্যান্ডন ফার্নান্দেজ (Brandon Fernandes)।

   

এফসি গোয়া ছাড়ছেন ব্র্যান্ডন ফার্নান্দেজ। ক্লাবের অফিসিয়াল প্রোফাইল থেকে ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে এই বিদায় বার্তা। আগামী মরসুমে খেলতে পারেন মুম্বই সিটি এফসির হয়ে।

CFL: ৬ গোল করেও মেলেনি বড় দল, রেলের হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চান সারকিন

এফসি গোয়ার হয়ে শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যান্ডন ফার্নান্দেজের। করেছেন বেশ কিছু গোল। এফসি গোয়ার হয়ে জিতেছেন ডুরান্ড কাপ , সুপার কাপ। এফসি গোয়া ছাড়াও নিজের সিনিয়র ফুটবল কেরিয়ারে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। মোহনবাগানের হয়েও কিছু ম্যাচ খেলেছেন ব্র্যান্ডন। ভারতের হয়ে প্রায় পঁচিশটি ম্যাচ খেলেছেন তিনি। দেশের হয়ে জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ, ট্রাই নেশন সিরিজ।

 

জল্পনা অনুযায়ী, মুম্বই সিটি এফসিরর হয়ে ব্র্যান্ডন ফার্নান্দেজের খেলা নিশ্চিত। একাধিক বর্ষের জন্য বাণিজ্যনগরীর ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন তিনি। ২০১৫ সালের আইএসএল ড্রাফটে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পরে ব্র্যান্ডন নয় বছর পরে মুম্বই সিটিতে ফিরতে চলেছেন। মুম্বইয়ের হয়ে খুব বেশি অবদান রাখার সুযোগ তখন আসেনি। ব্র্যান্ডন মাত্র দুটি ম্যাচে উপস্থিত হয়েছিলেন। মরসুমের বেশিরভাগ সময় চোটের কারণে ছিলেন মাঠের বাইরে।

Jordan Elsey: এলসকে রেখেই এগোতে পারে ইস্টবেঙ্গল

পরবর্তীকালে তিনি মোহনবাগানে লোনে যোগ দিয়েছিলেন। সেখানেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। ছিল চোট। পরে চার্চিল ব্রাদার্সের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন। এফসি গোয়ার হয়ে খেলেছেন শতাধিক ম্যাচ।

Advertisements