জয় দিয়ে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ (UCL) শুরু করল Real Madrid। অ্যাওয়ে ম্যাচে RB Leipzig এর বিরুদ্ধে ১-০ গোলে জয়। জুড বেলিংহ্যাম না থাকলেও জিততে অসুবিধা হয়নি। ব্রাহিম দিয়াজের করা দর্শনীয় গোলে জয় লাভ করেছে মাদ্রিদ।
জার্মানিতে ম্যাচের শুরুর দিকে চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিল লাইপজিগ। অফসাইডের কারণে গোল দেওয়া হয়নি। এরপর বিরতির আগে গোল করার আরও সুযোগ তারা পেয়েছিল। কিন্তু স্কোরলাইন থেকেছে ০-০।
বিরতির পর আরও বেশি করে আক্রমণে উঠতে শুরু করে রিয়াল মাদ্রিদ। ৪৮ মিনিটে দিয়াজ একক দক্ষতায় গোল করলেন। প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েন বক্সে। তারপর জোরালো শটে পরাস্ত করেন গোলকিপারকে।
This view of Brahim Diaz’s goal and celebration is incredible. 🔥pic.twitter.com/5sV0nf0yyx
— Aya 🦉 (@aya__R7) February 13, 2024
এই ম্যাচে ভালো খেলেছেন রিয়াল মাদ্রিদ দুর্গের শেষ প্রহরী। ইনজুরিতে পড়া থিবাউট কোর্তোয়ার পরিবর্তে মাঠে নামা রিয়াল গোলরক্ষক আন্দার লুনিন এরপর একের পর এক সেভ করে লিড রক্ষা করেন। রিয়াল কোচ কার্লো আনসেলত্তি ম্যাচের পর বলেছেন, ‘এটা আমাদের জন্য কঠিন ছিল। প্রথমার্ধের শুরু ও দ্বিতীয়ার্ধের শুরুটা কঠিন ছিল। লুনিন দারুণ খেলেছে, সেরা খেলা।’
What a performance from Lunin 👏
Some outstanding goalkeeping tonight 🤩@TurkishAirlines || #UCLsaves pic.twitter.com/94eXvUeSUx
— UEFA Champions League (@ChampionsLeague) February 13, 2024