বিপিএলের টিকিট বিক্রিতে ধসের কারণে ‘চোখ ধাঁধানো’ ব্যাখ্যা বোর্ডের!

bpl-2025-ticket-sales-cricket-news

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) টিকিট বিক্রি নিয়ে এবার হতাশার ছবি দেখা মিলল (Cricket News)। সিলেট ও ঢাকা পর্বে টিকিট বিক্রি প্রত্যাশার চেয়ে অনেক কম হওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisements

পাঁচ বছর পর সতীর্থ রোহিতকে টপকে ওয়ানডে সিংহাসনে বিরাট

   

বিসিবি এবার বিপিএলের আয় থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভাগ দেওয়ার নয়া প্রক্রিয়া শুরু করেছে। টিভি সম্প্রচার স্বত্ব, গ্রাউন্ডস রাইটস এবং টিকিট বিক্রির আয় থেকে খরচ বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকে, তার ৩০ শতাংশ দেওয়া হবে দলগুলোকে। সুপার ফোরে খেলা চার দলকে ৫৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে, বাকি তিন দল পেয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। এই অর্থ দিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজির বকেয়া পরিশোধ করা হয়েছে।

তবে টিকিট বিক্রির আয় তেমন উজ্জ্বল নয়। সিলেট পর্বে মোট টিকিট বিক্রি হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা। ঢাকা পর্বে আশা করা হচ্ছে, সেটা চার কোটির বেশি হবে কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান টিকিট বিক্রি কমার কারণ হিসেবে উল্লেখ করেছেন, “এবার ম্যাচ কম হওয়ায় টিকিট থেকে আয় কম। এছাড়া একটি ভেন্যুতে ম্যাচ হওয়ায় কিছুটা প্রভাব পড়েছে।”

রঞ্জিতে এই তারকা ছাড়াই ২২ গজে নামছে বঙ্গ ব্রিগেড

বিপিএল গভর্নিং কাউন্সিল সিলেট ও চট্টগ্রাম পর্বে চার কোটি টাকার টিকিট বিক্রির লক্ষ্য রেখেছিল। কিন্তু চট্টগ্রাম ভেন্যু বাতিল হওয়ায় এই লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। ঢাকা পর্বে মোট ১০ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিশেষ করে প্লে-অফের চারটি ম্যাচে সবচেয়ে বেশি টিকিট বিক্রি আশা করা হচ্ছে।

আগের বার, একাদশ বিপিএলে ফারুক আহমেদের সভাপতিত্বে রেকর্ড ১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবার একটি দল কম খেলায় ম্যাচ সংখ্যা কমে ১২। বিশেষজ্ঞদের মতে, টিকিট বিক্রির দিক থেকে এবারের বিপিএল কমিটি ব্যর্থ হয়েছে। এছাড়া টিভি সম্প্রচার থেকেও আগের মতো লাভ আসছে না; মাত্র ১১ কোটি টাকায় টিভি রাইট বিক্রি হয়েছে। গ্রাউন্ডস রাইট থেকেও তেমন লাভ হয়নি।

IND vs NZ : রাজকোটে টস হারল ভারত, ওয়াশিংটনের পরিবর্তে একাদশে এই তারকা

এককথায়, দ্বাদশ বিপিএল ইতিহাসে সবচেয়ে কম আয়ের মুখোমুখি। টিকিট ও সম্প্রচার থেকে আশা অনুযায়ী আয় না হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো ও বিসিবি উভয়ই এখন আর্থিক চাপে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements