পিএসজি ম্যাচ চুটিয়ে উপভোগ করলেন বুমোস

Hugo Boumous

গত মরসুমটা একেবারেই ভালো যায়নি ওডিশা এফসির। বিশেষ করে দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে প্রথম থেকেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ধাক্কা খেতে হয়েছিল টানা দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। কিন্তু গত বছরের শেষটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আটকে যেতে হয়েছিল দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। যেটা নিঃসন্দেহে ছিল বড় ধাক্কা। তবে পরবর্তীতে ফিরেছিল ছন্দ।

তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। তবে পরের ম্যাচেই দুর্বল চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা ছিল না ওডিশার। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দেয় সার্জিও লোবেরার ছেলেরা। স্বাভাবিকভাবেই অনেকে মনে করেছিল যে হয়তো সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করে ফেলবে ওডিশা এফসি। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তারপর কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি।

   

স্বাভাবিকভাবেই খালি হাতে মরসুম শেষ করেছিল ওডিশা। সেই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেখানেও মিলেছিল হতাশা। এবার গোয়ার বুকে আয়োজিত এই টুর্নামেন্টের গ্ৰুপ পর্বেই ছিটকে গিয়েছিল ওডিশা। যা নিঃসন্দেহে হতাশ করেছিল দলের সকল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে আসন্ন প্রথম ডিভিশন লিগে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের। তবে এসবের মাঝেই সাময়িক বিরতিতে পিএসজির ম্যাচ উপভোগ করতে দেখা যায় মরোক্কান তারকা হুগো বুমোসকে। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা।

উল্লেখ্য, গত বেশ কয়েক মরসুম ধরেই ওডিশা এফসির জার্সিতে খেলে আসছেন বুমোস। পূর্বে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই তারকার। সেইদিকে নজর রেখেই তাঁকে দলে টানে ওডিশা। আগামী ২০২৭ সাল পর্যন্ত সেই দলের সঙ্গে চুক্তি রয়েছে বুমোসের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন