US Open 2024: ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠলেন বোপান্নারা

রবিবার অর্থাৎ ১লা আগস্ট রাতে ইউএস ওপেনে (US Open 2024) পুরুষদের ডবলসে যাত্রা শেষ হয়েছিল রোহন বোপান্নার। পুরুষদের ডবলসে হেরে যাওয়ার পরেই হাওয়ায় ভাসছিল তার…

Rohan Bopanna and Aldila Sutjiadi

রবিবার অর্থাৎ ১লা আগস্ট রাতে ইউএস ওপেনে (US Open 2024) পুরুষদের ডবলসে যাত্রা শেষ হয়েছিল রোহন বোপান্নার। পুরুষদের ডবলসে হেরে যাওয়ার পরেই হাওয়ায় ভাসছিল তার অবসরের বিতর্ক। তবে ডবলসের পর মিক্সড ডবলস খেলতে নেমে আপাতত সেই সমস্ত বিতর্কে জল ঢাললেন বোপান্না (Rohan Bopanna) ও আলদিলা সুতজিয়াদি (Aldila Sutjiadi) জুটি। গতকাল প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জন পিয়ার্স (John Pears) ও ক্যাটেরিনা সিনিয়াকোভাকে (Katerina Siniakova) তিন সেটের লড়াইয়ে হারিয়েছেন তাঁরা। বলা চলে কেরিয়ারের সায়াহ্নে আরও একটি গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন দেখাচ্ছেন বোপান্না।

এদিন ইন্দোনেশিয়ার মেয়ে আলদিলা সুতজিয়াদির (Aldila Sutjiadi) সাথে খেলতে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি বোপান্না (Rohan Bopanna)। প্রথম সেটে ০-৬ গেমে উড়ে গিয়েছিলেন তাঁরা। শুরুতে তাঁদের অবস্থা দেখে মনে হচ্ছিল তাঁদের বিদায় নিতে হবে। তবে হাল না ছেড়ে ধীরে ধীরে লড়াইয়ে ফিরে আসেন তাঁরা। দ্বিতীয় সেট টাইব্রেকারে গড়ায়। ৭-৬ গেমে জিতে সমতা ফেরান বোপান্নারা। তৃতীয় সেট ছিল ১০ পয়েন্টের টাইব্রেকার। ১০-৭ পয়েন্টে তৃতীয় সেট জিতে ম্যাচ জিতে যান তাঁরা।

   

তবে রবিবার ইউ এস ওপেনে (US Open 2024) পুরুষদের ডবলসে যাত্রা শেষ রোহন বোপান্নার (Rohan Bopanna)। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। রবিবার রাতে নিউইয়র্কে ১-৬, ৫-৭ সেটে আর্জেন্টাইন জুটি ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মল্টেনির কাছে হারেন এই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে একপ্রকার আত্মসমর্পণ করেন বোপান্নারা। কোনরকম প্রতিরোধই বিপক্ষের বিরুদ্ধে গড়ে তুলতে পারেননি তাঁরা।

সম্প্রতি ডেভিস কাপ থেকে অবসর ঘোষণা করেছেন ৪৪ বছরের বোপান্না (Rohan Bopanna)। এদিন মিক্সড ডবলসে হেরে গেলে হয়তো ইউএস ওপেন (US Open 2024) থেকে অবসর ঘোষণা করে দিতেন বোপান্না। তবে শেষ আটে পরিচিত প্রতিপক্ষের বিরুদ্ধেই নামছেন বোপান্না-সুতজিয়াদি (Aldila Sutjiadi) জুটি। কোয়ার্টার ফাইনালে ম্যাথু এবডেন ও বারবোরা ক্রেচিকোভা জুটির বিরুদ্ধে খেলবেন তাঁরা। আর মজার ব্যাপার হল এই এবডেন (Matthew Ebden) আবার পুরুষদের ডাবলসে বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলেন।