গতবারের হতশা কাটিয়ে এই বছর দারুণ ছন্দে রয়েছে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Boost for Mohammedan SC)। এই নিয়ে যেমন তারা টানা তিনবার কলকাতা লিগ জয় করেছে ঠিক তেমন ভাবেই এবারের আইলিগে এখনো পর্যন্ত নিজেদের দুরন্ত ছন্দ বজায় রেখেছে। মাঝে শিলং লাজং এফসির বিপক্ষে ম্যাচ ড্র করতে হলেও পরবর্তীকালে দারুণ ছন্দে ফেরে দল।
গতকালের পাশাপাশি টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে নয় পয়েন্ট ঘরে তুলেছে দল। সেইসাথে রয়েছে ঘরের মাঠের জয়। যা অনায়াসেই কলকাতার এই প্রধানকে নিয়ে গিয়েছে লিগ টেবিলের শীর্ষ স্থানে। তবে দলের এই সময় দাপুটে পারফরম্যান্স থাকলেও ষষ্ঠ বিদেশি বাছাই নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা। অনেকেই মনে করেছিল, যে হয়ত আইলিগের দ্বিতীয় লেগএ নিজেদের বিদেশি চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট।
তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার এক দাপুটে ফুটবলারকে চূড়ান্ত করার পথে ম্যানেজমেন্ট। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার জুয়ান নেলার। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, বর্তমানে তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত না থাকলেও এবার নাকি তার উপরেই ভরসা রাখছে সাদা-কালো ম্যানেজমেন্ট। তাকে দলে টানার জন্য নাকি বহু আগে থেকেই এজেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিল ক্লাব কতৃপক্ষ। এবার শুধু সময়মতো ঘোষণা করে দেওয়ার অপেক্ষা মাত্র।
বলাবাহুল্য, ভারতীয় ফুটবলের ক্ষেত্রে একেবারেই নতুন নন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পূর্বে আইলিগ মরশুমের বেশকিছু ম্যাচ খেলেছেন শক্তিশালী গোকুলাম কেরালা দলের জার্সিতে। পরবর্তী লেগে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচ। জিতেছেন আইলিগের মতো খেতাব। উল্লেখ্য, নিজের ফুটবল ক্যারিয়ারে ইতালির ক্লাব গুলিতে অধিকাংশ সময় থাকলেও গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সঙ্গে ও মানিয়ে নিয়েছেন নিজেকে।