Afro T10 League : জিম্বাবোয়ে লিগে দল কিনলে সঞ্জয় দত্ত

আইপিএলে দলের মালিকানা করেছেন বলিউড তারকা প্রীতি জ়িন্টা এবং বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁরা যথাক্রমে পাঞ্জাব কিংস এবং কোলকাতা নাইট রাইডার্সের মালিক। এবার সেই দলে…

Sanjay Dutt

আইপিএলে দলের মালিকানা করেছেন বলিউড তারকা প্রীতি জ়িন্টা এবং বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁরা যথাক্রমে পাঞ্জাব কিংস এবং কোলকাতা নাইট রাইডার্সের মালিক। এবার সেই দলে নাম লেখালেন সঞ্জয় দত্ত। তবে ভারতে দল কেনেননি তিনি। কিনেছেন জিম্বাবোয়েতে ( Afro T10 League)।

জিম্বাবোয়েতে পাঁচ দলের একটি নতুন লিগ শুরু হতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে জিম অ্যাফ্রো টি১০। টুর্নামেন্টটি চলবে ২০এ জুলাই থেকে ২৯এ জুলাই পর্যন্ত। ৯ দিনের এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ খেলা হবে হারারেতে। সঞ্জয় কিনেছেন হারারে হারিকেন্স দল। দলের অন্যতম মালিক তিনি। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন সঞ্জয়।

   

হারারে ছাড়াও টুর্নামেন্টের বাকি দলগুলি হল ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। অর্থাৎ, পাঁচ দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটি শহরের দল রয়েছে।

Advertisements

ক্রিকেটে এই প্রথম কোনো দল কিনলেন সঞ্জয় দত্ত। বললেন, “ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা। বিশ্বের বিভিন্ন কোণে এই খেলা যাতে ছড়িয়ে পড়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। ক্রিকেটে জিম্বাবোয়ের অনেক ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি জিম অ্যাফ্রো টি১০ প্রতিযোগিতায় হারারে হারিকেন্স ভাল খেলবে।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News