World Cup: বিশ্বকাপে ভারতের প্রতিনিধি বিজেপির স্বর্ণ পদকজয়ী সাংসদ

যে রাঁধে সে চুলও বাঁধে। আরও একবার কথাটা প্রমাণ করলেন শ্রেয়সী সিং। তিনি আসন্ন ট্র্যাপ শ্যুটিং বিশ্বকাপে (World Cup) প্রতিনিধিত্ব করবেন ভারতকে। 

শ্রেয়সী সিং বিহারে এমএলএ। রাজনীতিতে প্রবেশ করেছিলেন ২০২০ সালে, বিজেপি হাত ধরে। ২০২১ বিহারের জামুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। শ্যুটিংয়ের অভ্যাস তার অনেক আগে থেকে। 

   

আন্তর্জাতিক শ্যুটিং সার্কিটে তিনি সক্রিয় রয়েছেন ২০০৮ সাল থেকে। ২০২১ সালের ডিসেম্বরে জিতেছিলেন সোনার পদক। পাতিয়ালা আয়োজিত জাতীয় শ্যুটিং টুর্নামেন্টে সোনা জিতেছিলেন ৩০ বছর বয়সী শ্রেয়সী। ৩০ টি টার্গেট ভেদ করেছিলেন সেই প্রতিযোগিতায়। 

আসন্ন উইমেন্স ট্র্যাপ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিহারের এই সাংসদ। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, ‘অনেকে বলেন সবকিছুই প্রথমবার হয় কখনও। তেমনই বিহারের একজন সাংসদ আসন্ন উইমেন্স ট্র্যাপ শ্যুটিং ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এটাও প্রথম।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন